সুদীপ ঘোষ: খুব শীঘ্রই রাজ্য পেতে চলছে চতুর্থ বাণিজ্যিক বিমানবন্দর। পশ্চিম বর্ধমানের বার্নপুর শিল্পাঞ্চলের কালাঝারিয়াতে গড়ে উঠছে আরও একটি নতুন বিমানবন্দর। অন্ডালের কাজী নজরুল এয়ারপোর্টের পর এটি হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলার দ্বিতীয় বিমানবন্দর। সম্প্রতি এই বিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন দপ্তর, ইসকো শিল্পসংস্থা ও রাজ্য প্রশাসনের মধ্যে আরও এক দফা ফলপ্রসূ বৈঠক হয়। এই বিমানবন্দর তৈরি হওয়ার ফলে দামোদর উপত্যকার শিল্পাঞ্চলের পরিবহন ব্যবস্থা আরও উন্নত ও আধুনিক হবে বলে অনুমান।
সূত্রের খবর , বার্নপুরে এই বিমানবন্দর নতুন নয়। অনেক বছর আগেই তৈরি হয়েছিল এই গোপন বিমানবন্দর। তবে বাণিজ্যিক ভাবে উড়ান হত না এই এয়ারপোর্ট থেকে। বার্নপুর ইসকো কোম্পানির তৎকালীন মালিক বীরেন্দ্রনাথ মুখার্জির ব্যক্তিগত দুটি বিমান উঠা- নামার জন্য তৈরি করা হয় এটি। তারপর ইসকো শিল্পাঞ্চলের জাতীয়করণের পর থেকে উড়ান সম্পূর্ন রূপে বন্ধ হয়ে যায়। সেই থেকেই দীর্ঘদিন অযত্নে পড়ে ছিল এই বিমানবন্দর। যদিও ২০০৭ সালে ইসকোর আধুনিকীকরণের শিলান্যাস অনুষ্ঠানে যোগদানের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হেলিকপ্টার শেষ বারের মতো নেমেছিল এই রানওয়েতে। তারপর থেকে আবারও অবহেলায় পড়ে থাকে বন্দরটি । অযত্নের কারণে রানওয়ে ও পাঁচিল ভেঙে যায় এবং যত্রতত্র আগাছা জন্মায় রানওয়েতে।
রাজ্য প্রশাসনের সহযোগিতায় ইসকো কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের উদ্যোগে শুরু হতে চলা বার্নপুর বিমানবন্দরে এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। প্রায় ১০০ কোটি টাকা খরচে পুনর্জীবন পেতে চলছে বার্নপুর এয়ারপোর্ট। ইতিমধ্যেই রানওয়ে ও এ- টি- সি অফিস গড়ে উঠেছে। অবশিষ্ট কাজ দ্রুত শেষ করেই বাণিজ্যিক ভাবে অসামরিক বিমান পরিষেবা উদ্বোধন করা হবে। এই বিমানবন্দর তৈরি হওয়ার খবরে খুশির হাওয়া দক্ষিণবঙ্গের বাণিজ্য মহলে। এই বিমানবন্দর গড়ে উঠলে শুধু বর্ধমান নয়, সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।