রূপা রায়ঃ রাষ্ট্রপুঞ্জে (United Nations) প্রথম ভারতীয় মহিলা হিসেবে স্থায়ী প্রতিনিধি পদ পেলেন রুচিরা কম্বোজ (Ruchira Kamboj) । তিনি রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস (Antonio Guterres) এর কাছে মঙ্গলবার পরিচয়পত্র পেশ করেছেন।
প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই পদে অধিষ্ঠিত হওয়া অত্যন্ত সৌভাগ্যের বলে জানান রুচিরা। পাশাপাশি তিনি মেয়েদের জন্য এই বার্তা দেন যে , “আমরাও করতে পারি”।
রুচিরা রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তির (T S Tirumurti) এর স্থলাভিষিক্ত হয়েছেন। ১৯৮৭ সালে রুচিরা সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় মহিলাদের মধ্যে প্রথম হন এবং ফরেন সার্ভিস (Indian Foreign Service) এ সর্বভারতীয়দের মধ্যে শীর্ষস্থানীয়া ছিলেন। দেশের প্রথম মহিলা হিসেবে রাষ্ট্রপুঞ্জের সদর দফতর নিউ ইয়র্কে দূত হিসেবে তিনি কাজ করবেন।
তাঁর কর্মজীবন শুরু হয় ১৯৮৯ সাল থেকে। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি ফ্রান্সের ভারতীয় দূতাবাসে কর্মরত ছিলেন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বিদেশ মন্ত্রকের ইউরোপ পশ্চিম ডিভিশনের সচিবের আওতায় কাজ করেছেন। ১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্ত তিনি ফার্স্ট সেক্রেটারি হিসেবে মরিশাসে ছিলেন। ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত তিনি নিউইয়র্কে কর্মরত ছিলেন।
২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতের প্রোটোকল (Protocol) প্রধান ছিলেন। ভারত সরকারের এখনো পর্যন্ত প্রথম ও একমাত্র মহিলা কূটনীতিক যিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন।
২০১৪ সালের এপ্রিলে তিনি ইউনেস্কো প্যারিসে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। সেই বছর মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকে বিশেষ দায়িত্ব দেয় বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)।
দায়িত্ব নিতেই অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। টিএস তিরুমূর্তি টুইটের মাধ্যমে রুচিরা কম্বোজকে সাফল্যের জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ