স্নেহাশিস পালঃ নতুন বছরের আগেই রাজ্যবাসীর জন্য সুখবর। হাওড়াতে চালু হয়ে গেল দেশের প্রথম থ্রি ডি তারামন্ডল। আজ বিকেল ৩ টে থেকে শুরু হল শো টাইম। প্রথম দিনের ভিড় জানান দিচ্ছে আগামীতে রাজ্যের অন্যতম গন্ত্যব্যস্থল হতে চলেছে এই তারামণ্ডল (Howrah Planetarium)।
উল্লেখ্য, কয়েক মাস আগেই এই তারামন্ডলের উদ্বোধন করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে প্রযুক্তিগত সমস্যা থাকায় তা সর্বসাধারণের জন্য চালু করা যায়নি।
Viral News: বিয়ের মন্ত্র না পড়ে ল্যাপটপে ব্যস্ত পাত্র !
প্রায় ১৪ কোটি টাকা খরচ করে হাওড়া শরৎ সদনের কাছে নির্মিত ১০ মিটার ব্যাসের হাওড়া প্লানেটরিয়ামের আসন সংখ্যা ১০০। প্রায় আধ ঘন্টার এই শো তে দেখানো হবে বিভিন্ন মহাজাগতিক দৃশ্য। আধুনিক মহাকাশ গবেষণার বিভিন্ন বিষয়েও আছে শো। বিকেল ৩ টে, ৪ টে, ও ৫ টাই মোট ৩ টি শো টাইম রাখা হয়েছে । টিকিট মূল্য ১২০ টাকা । তবে স্কুল পড়ুয়া দের জন্য টিকিট মূল্য ৭০ টাকা।
প্রসঙ্গত, কলকাতার বিড়লা তারামন্ডল সমগ্র রাজ্যে খুবই জনপ্রিয়। সেখানে দ্বিমাত্রিক শো দেখানো হত। এবার ত্রিমাত্রিক ছবি দেখা যাবে হাওড়ার বিড়লা তারামণ্ডলে। তাই ছাত্রছাত্রী দের কাছে আকর্ষণীয় তো বটেই , এমনকি সাধারন মানুষের কাছেও ছুটির দিনে অন্যতম গন্ত্যব্য হবে এই ত্রিমাত্রিক শো (Howrah Planetarium) এর তারামণ্ডল।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ |