ওয়েব ডেস্কঃ প্রয়াত তরুন মজুমদার। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর আজ সকালে ভেন্টিলেশনে থাকাকালীন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর।
১৪ জুন কিডনি জনিত সমস্যা নিয়ে এস এস কে এম এ ভর্তি হন তরুন বাবু। মাল্টি অর্গান ফেলিওর -এর জন্য তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। রবিবার অবস্থার আরও অবনতি ঘটে। অবশেষে আজ সোমবার সকাল ১১:১৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তরুণ মজুমদারের জন্ম ৮ জানুয়ারি ১৯৩১ সাল। ১৯৫৯ সালে উত্তম-সুচিত্রার ‘চাওয়া পাওয়া’ ছবির মাধ্যমে যাত্রা শুরু। শুধুমাত্র পরিচালক হিসাবেই নয়, তাঁর বহু ছবির গীতিকার এবং সুরকারও ছিলেন তিনি নিজেই।
১৯৬৩ সালে একক পরিচালনার দায়িত্বভার নেন। তাঁর পরিচালিত ‘গণদেবতা’, ‘দাদার কীর্তি’ ‘ঠগিনী’, ‘পলাতক’, ‘কাচের স্বর্গ’এর মত সিনেমাগুলি আজও বাংলা সিনেমার কালজয়ী সিনেমাগুলির অন্যতম হিসেবে বিবেচিত হয়।
পরিচালনার কাজ থেকে বেশ কয়েক বছর ছুটি নিয়েছিলেন তিনি। তবে তাঁর সক্রিয়তা, চিন্তন শৈলী নতুন প্রজন্মকে এখনও শক্তি যোগাচ্ছিল। অনিক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ সিনেমাটিও সম্প্রতি তিনি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছিলেন। বর্ষীয়ান পরিচালকের হঠাৎ এমন দুঃসংবাদে শিল্প জগতে শোকের ছায়া।