কোয়েল দত্ত : দেশে প্রথমবার মোবাইল অ্যাপের মাধ্যমে হবে জনগণনা , এমনটাই ঘোষণা করেছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের একটি সভামঞ্চে এই দিনের ভাষণে একটি সিদ্ধান্তের কথা জানান তিনি।
এতদিন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জনগণনা করা হত, এবার তা হবে বাড়িতে বসেই। নিজের মোবাইলে সমস্ত বিবরণ সহ জন্ম থেকে মৃত্যু অবধি সব কিছু মোবাইলে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা থাকবে। তাতে ভুল হওয়ার সম্ভাবনা ৯৯% কমে যাবে । এবং আগামী ২৫ বছরের জন্য উন্নয়ন পরিকল্পনা অনেকখানি এগিয়ে যাবে।
কীভাবে কবে থেকে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখনই কিছু বলতে চাননি। তবে এমন কিছু যে হতে পারে, তা তার বক্তৃতা থেকে স্পষ্ট।