স্নিগ্ধা হালদারঃ পাহাড়ি দুর্গম এলাকায় আর কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যাবেন না। এই বছর ৭৫ তম স্বাধীনতা দিবসে ভারতীয় পোষ্ট অফিস সংস্থা থেকে এমনই এক অভাবনীয় পদক্ষেপ চালু করার কথা জানানো হয়েছিল। অরুণাচল প্রদেশে এই পরিষেবার (DroneForDelivery) সফল ট্রায়াল হল গতকাল।
এই প্রযুক্তির মাধ্যমে পাহাড়ি দুর্গম এলাকায় খুব কম সময়েই আকাশপথে পৌঁছে যাবে ওষুধ। সম্পূর্ণ কাজটি হবে ড্রোন (Drone) মারফত। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল মেডিসিন ফ্রম দি স্কাই ( Medicine from the sky) ।
ভারতীয় ডাক মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানিয়েছেন যে এই প্রকল্প তার প্রথম পরিক্ষায় সফল হয়েছে। তিনি সেখানে একটি ভিডিও দিয়েছেন। যেখানে বলা হয়েছে ড্রোনের মাধ্যমে ওষুধ খুব তাড়াতাড়ি গ্রাহকের কাছে পৌঁছে যাবে। এই ড্রোন ৩০কিমি পথ অতিক্রম করবে মাত্র ২৩ মিনিটে। চৌক্ষাম পোস্ট অফিস থেকে ওয়াক্র পোস্ট অফিসে প্রথম এই পরিষেবা পরীক্ষা করে দেখা হয়েছে ।
অরুণাচলের প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের এবার থেকে আর ওষুধের জন্য চাতকের মত চেয়ে বসে থাকতে হবে না। এবার আকাশপথেই
পৌঁছে যাবে তাদের ওষুধ।
প্রসঙ্গত, উত্তর পূর্ব ভারতে আকাশপথে ওষুধ পৌঁছে দেবার প্রকল্প এটাই প্রথম নয়। এর আগে মণিপুরের পাহাড়ি দুর্গম এলাকায় ড্রোনের মাধ্যমে করোনার ভ্যাকসিন পৌঁছান হয়েছিল। তবে স্বাধীনতা দিবসের দিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছিল ২০৩০ এর মধ্যে ভারতকে ড্রোন হাব তৈরি করতে চাইছে কেন্দ্র। এইজন্য আসামে ড্রোন স্কুলও খোলা হয়েছে। এছাড়া একাধিক শিল্প সংস্থায় ড্রোন টেকনোলজির ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে।