তিয়াশা ভক্তাঃ ভারতীয় ক্রীড়া মহলে নতুন রেকর্ড । সোনা জিতে ঘরে ফিরলেন কর্ণাটকের ডি পি মনু (DP Manu)।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ৬১ তম এএফআই ন্যাশনাল ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগের জ্যাভলিন থ্রো। প্রথম বারের থ্রোতেই মিটারের স্কেল গড়ালো ৮০.৩২ মিটারে। পরের বার স্কেলের মাত্রা আরও বেড়ে পৌঁছালো ৮০.৫০ মিটারে। অবশেষে সব কিছুকে অতিক্রম করে ৮১.২৩ মিটার ছুঁয়ে সোনা জিতলেন ডি পি মনু।
হার মানালেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন রোহিত যাদবকে। এই একই মঞ্চে ৭৯.৮০ মিটার জ্যাভলিন থ্রো স্টিক ছুঁড়ে রূপো জিতলেন তিনি। ব্রোঞ্জ জিতলেন কিশোর কুমার জেনা (৭৮.০৫)।
মাত্র ২২ বছর বয়সে প্রথম থ্রোতেই ২০১৬ সালে লখনৌতে রবিন্দর সিং খাইরার করা ৭৯.০৪ মিটারের রেকর্ড ভাঙলেন মনু। কমনওয়েলথ গেমস সহ এই বছর পাঁচ বার ৮০ র গণ্ডি পার করলেন এই সোনা বিজয়ী।
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে চেন্নাইয়ে তিনি ন্যাশনাল ইন্টার -স্টেট চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছিলেন। সূত্রে খবর, তিনি জানিয়েছেন যে প্রথম থ্রোতে তিনি টার্গেট রেখেছিলেন ৭৮ মিটার। পরে ৮০ র গণ্ডি পার হতে তিনি ভেবেছিলেন হয়তো ৮২ বা ৮৩ করতে পারবেন। তবে তিনি ৮১ মিটারেই খুশি।
DP Manu wins Gold medal in men’s javelin at National Open Athletics Championships in Bengaluru
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ