স্নিগ্ধা হালদারঃ পুজো আসতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। এর মধ্যেই মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। রাজ্যে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভবিক হতেই শুরু হয়েছে ডেঙ্গুর আতঙ্ক। সংবাদসংস্থা সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, গত সাত দিনে শুধুমাত্র কলকাতাতেই মৃতের সংখ্যা ৫ আর রাজ্যে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। শুধু কলকাতা নয়, হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণাতেও আতঙ্ক বাড়ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়িতে গত ৪৮ ঘণ্টায় ৫০ জন আক্রান্ত হয়েছে।
সাধারণত বর্ষার মাঝামাঝি সময় থেকেই এই রোগ বাড়তে শুরু করে আর এই সেপ্টেম্বর মাস হল এই রোগের বাড়বাড়ন্তের মাস। ডেঙ্গুর বাড়বাড়ন্তে রাজ্য স্বাস্থ্য দপ্তর ও জেলা স্বাস্থ্য দপ্তরের সমন্বয়ে জীবাণু নাশক স্প্রে ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা কর্মসূচী নেওয়া হয়েছে।
তবে এই বিষয়ে যদি কিছু সাধারণ নিয়ম মেনে চলা যায় তাহলে এর থেকে অনেকটাই নিস্তার পাওয়া যায়। বাড়ির আশেপাশে বা বাড়ির ছাদে জল জমতে দেওয়া যাবে না। কারণ জমা জলেই মশা জন্মায়। রাতে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। বাড়ির আসে পাশে জীবাণু নাশক ছড়াতে হবে আর যেখানে মশার উদ্রেক বেশি সেখানে সন্ধ্যা হওয়ার আগেই ঘরের দরজা জানালা বন্ধ করে দিতে হবে। জ্বর হলে নিজে ওষুধ না খেয়ে পরামর্শ নিতে হবে চিকিৎসকের ।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ