সঞ্জয় বৈরাগীঃ চলতি বছরের জুন মাসের তাপ প্রবাহ পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। দিল্লির (Delhi) বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যায়। যার জেরে দিল্লির জনজীবন কার্যত দুর্বিষহ হয়ে ওঠে। এর কিছুদিনের মধ্যেই দেশে মৌসুমী বায়ুর আগমনের ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে।
মঙ্গলবার, ভারতের আবহাওয়া অফিস- ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD) জানায়, সোমবার সকাল ৮.৩০ থেকে মঙ্গলবার সকাল ৮.৩০ পর্যন্ত দিল্লিতে ৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যার জেরে মঙ্গলবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, বিকেলের পরও হালকা বৃষ্টির সাথে মেঘলা আকাশ বজায় থাকবে। এরই সঙ্গে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলেও তারা জানিয়েছেন।
আই এম ডি দ্বারা প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল ৮.৩০ নাগাদ দিল্লির আপেক্ষিক আদ্রতা ছিল ৯৩%। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, বুধবার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং ৩২ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি হতে পারে।
মঙ্গলবার, সকাল ৯.১৫ নাগাদ দিল্লির বায়ুর গুণমান পরীক্ষা করা হলে, বায়ুর গুণমান সূচক (AQI), অনুযায়ী তা ১৫৮ নির্ধারিত হয়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের দেওয়া তথ্য অনুসারে যা মধ্যম বা মাঝারি বলে বিবেচিত হয়।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ