ওয়েব ডেস্কঃ আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই অফিসিয়াল ওয়েবসাইটে প্রায় ১৫ লক্ষ পরীক্ষার্থীর ফল প্রকাশ (CUET-UG 2022) করবে ন্যাশানাল টেস্টিং এজেন্সি।পরীক্ষা নিয়ামক এর সিনিয়র ডিরেক্টর এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করেছেন।
পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবেন এই ২ টি ওয়েবসাইট থেকে -১) http://www.nta.ac.in/ এবং ২) https://cuet.samarth.ac.in/
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Read PDF File
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে ভর্তির কমন প্রবেশিকা পরীক্ষা CUET-UG 2022 সারা দেশ জুড়ে ২০ দিন ধরে ৩৮ টি স্লটে হয়েছিল। গত ১৫ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশের ২৫৯ টি শহরের ৪৮৯ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া ছাড়াও বিদেশের ছাত্রছাত্রীদের ভর্তির জন্য দেশের বাইরে ৯ টি শহরে ৬ টি ফেজে পরীক্ষার ব্যবস্থা ছিল।
পরীক্ষার্থীরা যে কোনও রকম সহায়তার জন্য মেল করতে পারবেন এই দুটি মেল আই ডি তে – [email protected] or [email protected]