ওয়েব ডেস্কঃ ভয়ংকর রূপ নিচ্ছে করোনা (Corona) । দেশ জুড়ে বেড়ে চলেছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। দেখেনিন আজকের Covid-19 আপডেট।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে (India) করোনা আক্রান্ত হয়েছেন ৩৬১৯ জন, মৃতের সংখ্যা ৩৮, দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫২৫৫৫৭ জন। বর্তমানে মোট সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১৩৬০৭৬ জন।
আরও পড়ুনঃ পুলিশ পরীক্ষার প্রস্তুতিতে বিনামূল্যে সরকারি প্রশিক্ষণের সুযোগ
পিছিয়ে নেই এই রাজ্যও (WestBengal)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৯৭৯ জন। এবং মৃত্যু হয়েছে ৪ জনের। বর্তমানে সক্রিয় রুগীর সংখ্যা ২৭৪৯৬ জন যাঁদের হসপিটালে বা হোম আইসোলেশনে রাখা হয়েছে।
জোড় দেওয়া হচ্ছে টীকাকরনেও। ইতিমধ্যেই ১৮ থেকে ৫৯ বছর বয়সী দের জন্য বিনামূল্যে বুস্টার (BoosterDose) ডোজের ঘোষণা করেছে কেন্দ্র সরকার।
আরও পড়ুনঃ সবার জন্য বিনামূল্যে বুস্টার ডোজের ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
এভাবে বাড়তে থাকা আক্রান্তের সংখ্যা ক্রমেই দেশকে চতুর্থ ঢেউ (FourthWave) এর দিকে এগিয়ে নিয়ে যাবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞগন। তাদের মতে, মাস্ক ব্যবহার, দূরত্ববিধি মেনে চলা ও স্যানিটাইজার ব্যবহার ইত্যাদি করোনাবিধির প্রতি মানুষের অনীহায় দেশকে ভয়ংকর অবস্থার দিকে নিয়ে যাচ্ছে।