সুদীপ ঘোষঃ আজ এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের মন্ত্রী অনুরাগ ঠাকুর আগামী ১৫ জুলাই থেকে বিনামূল্যে বুস্টার বা প্রিকোসান (Precaution Dose) ডোজের ঘোষণা করেন। ১৮ থেকে ৫৯ (18 to 59 years) বছরের নাগরিক দের জন্য থাকছে এই সুযোগ।
দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে “আজাদী কি অমৃত মহোৎসব” কর্মসূচির অংশ হিসাবে আগামী ১৫ জুলাই থেকে ৭৫ দিন পর্যন্ত দেশের সমস্ত প্রাপ্ত বয়স্কদের জন্য বিনামূল্যে দেওয়া হবে কোভিডের বুস্টার ডোজ।
সারা দেশে আবার ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের (Covid-19) গ্রাফ। আতঙ্ক বাড়ার সাথে সাথে বাড়ছিল কোভিডের ভ্যাকসিনের বুস্টার ডোজের (Booster Dose) চাহিদা। কিন্তু এতদিন শুধুমাত্র ৬০ ঊর্ধ্ব বয়স্ক ও প্রথম সারির কর্মীদের সরকারি তরফে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া চলছিল। বাকি নাগরিকদের বুস্টার ডোজ বেসরকারি ভাবে নিতে হচ্ছিল।
আগের মতোই কোউইন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশান করে নিকটবর্তী ভ্যাকসিন সেন্টারে সম্পুর্ণ বিনামূল্যে সহজেই মিলবে কোভিডের বুস্টার ডোজ। দ্বিতীয় ডোজের ৬ মাস পরেই নেওয়া যাবে বুস্টার ডোজ । সমস্ত তথ্য পাওয়া যাবে কোউইন (CoWin App) অ্যাপে ।