সুদীপ ঘোষঃ ধীরে ধীরে ভয়ংকর রূপ নিচ্ছে দেশের করোনা (Corona) সংক্রমণ। তবু সাধারণ মানুষের করোনাবিধির প্রতি সচেতনতা চোখে পড়ছে না। দেশ জুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে (India) করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৪০ জন, যা গতকালের তুলনায় বেশি। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৪৩ জন বর্তমানে মোট সক্রিয় কভিড রুগীর সংখ্যা ১লক্ষ ২৫ হাজার ২৮ জন। সব চেয়ে উদ্বেগ জনক অবস্থা কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও কর্ণাটক।
পিছিয়ে নেই এই রাজ্যও (WestBengal)। আক্রান্তের হারে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৯৫০জন। সুস্থ হয়েছেন ৬৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। বর্তমানে সক্রিয় রুগীর সংখ্যা ১৮৮৫৬জন।
রথযাত্রা ও ঈদ থাকায় আগামী কয়েকদিন সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এভাবে বাড়তে থাকা আক্রান্তের সংখ্যা ক্রমেই দেশকে চতুর্থ ঢেউ (FourthWave) এর দিকে এগিয়ে নিয়ে যাবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞগন। তাদের মতে, মাস্ক ব্যবহার, দূরত্ববিধি মেনে চলা ও স্যানিটাইজার ব্যবহার ইত্যাদি করোনাবিধির প্রতি মানুষের অনীহায় দেশকে ভয়ংকর অবস্থার দিকে নিয়ে যাচ্ছে।
করোনা সংক্রমণের রাশ টানতে এই মুহূর্তে কড়া সরকারি বিধি ও জনগণের সচেতনার (CovidRules) উপর জোর দিচ্ছেন বিশিষ্ঠ চিকিৎসক মহল। আবার মাস্ক (Mask) ব্যবহার করুন, ভীড় এড়িয়ে চলুন, স্যানিটাইজার (Sanitizer) ব্যবহার করুন। তবে হার মানবে করোনা।