সন্তু সামন্তঃ দীর্ঘদিন ধরে আবর্জনা ও পলি জমে কলকাতার আদিগঙ্গা হারাতে বসেছিল তার সৌন্দর্য। এবার ফিরে পাবে আদি গঙ্গা তার আদি রূপ। এবার সরকারি উদ্যোগে শুরু হতে চলেছে কলকাতার আদি গঙ্গা সংস্কারের কাজ।
আদি গঙ্গা সংস্কারে বরাদ্দ হয়েছে ১৩০০ কোটি টাকা। এই টাকায় ৩টি সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট এবং ২২টি নতুন ড্রেনেজ পাম্পিং স্টেশন তৈরি করা হবে। সেই সঙ্গে আদি গঙ্গার প্রায় ১৫.৫ কিমি দীর্ঘ নদীখাত পলিমুক্ত করা হবে। সূত্রের খবর, এই উদ্যোগে কলকাতা পুরনিগমের ২৮টি ওয়ার্ড সহ সোনারপুর রাজপুর পুরসভার ৩টি ওয়ার্ডের প্রায় ৩ লক্ষ বাসিন্দা বর্ষার জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে।
প্রসঙ্গত, গঙ্গানদীর দূষণ নিয়ন্ত্রণ ও পুনরুজ্জীবন এর জন্য ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার ফ্লাগশিপ প্রোগ্রাম হিসেবে “নমামি গঙ্গে” প্রকল্পটির সূচনা করেন। যার বাজেট ছিল ২০ হাজার কোটি টাকা। কেন্দ্রের ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এবং রাজ্যের স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপ এর যৌথ সহায়তায় “নমামি গঙ্গে” প্রকল্পের কাজ বাস্তবায়ন হয়।
আরও পড়ুনঃ Govt Jobs: সরকারি দপ্তরে কয়েক হাজার কর্মী নিয়োগ
এই প্রকল্পে রয়েছে বিভিন্ন কর্মসূচি – যার মধ্যে অন্যতম নদীর জলে ভেসে থাকা কঠিন ও তরল বর্জ্য নিষ্কাশন, নদীর পাড় পরিষ্কার, নদী তীরবর্তী শ্মশানগুলির আধুনিকীকরণ, কলকারখানার তরল বর্জ্য নিষ্কাশন বন্ধ, শৌচাগার নির্মাণ ও বন সৃজন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ