সন্তু সামন্তঃ হঠাৎ পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি (Italy’s PM Mario Draghi)। রাজনৈতিক ডামাডোলের কারণে কয়েকদিন আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেছেন। এবার ইতালি তে রাজনৈতিক পালাবদলের পালা।
সূত্রের খবর, বিভিন্ন ছোটও ছোটও দলকে তাঁর সমর্থনে আনার প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার কারণে তাঁর এই সিদ্ধান্ত। তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রেসিডেন্ট সার্গিও মাটারেলার কাছে।
স্বাভাবিকভাবেই দেশে আবার নির্বাচন হবে। আপাতত ইতালির নির্বাচিত সংসদ ভেঙে দেবেন প্রেসিডেন্ট সার্গিও মাটারেলার। তবে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দপ্তরের দায়িত্ব সামলাবেন সদ্য পদত্যাগ করা মারিও দ্রাগি।
প্রসঙ্গত গত বছরই সরকার গঠন করেছিলেন মারিও দ্রাগি। কোভিড পরবর্তী অর্থনৈতিক সঙ্কট সহ বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল ইতালি। বিরোধী দক্ষিণপন্থী দলগুলি ক্রমশই বর্তমান সরকারের ওপর চাপ সৃষ্টি করছিল। সরকার বাঁচাতে ৩ টি দলের কাছে সমর্থন চেয়েও পাননি দ্রাগি। অগত্যা ক্ষমতা থেকে সরতে হল।
সূত্রের খবর, আগামী ৩ মাসের মধ্যেই ইতালিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে নতুন সরকার ক্ষমতায় আসবে। তবে মারিও দ্রাগির পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনা অনেকটাই কম, এমনটাই জানাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞগণ।