সন্তু সামন্তঃ বারুইপুর ডিসট্রিক্ট পুলিশের অন্তর্গত বকুলতলা থানা এবার ISO র মানদণ্ডে উন্নীত হল। বকুলতলা থানার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এনে দিল ISO 9001:2015 এর মানপত্র।
আরও পড়ুনঃ
- উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে MBA কোর্সে ভর্তি
- একসাথে ৫ টি সংস্থায় চাকরির খোঁজ
- ভারতীয় নৌ বাহিনীতে অগ্নিপথ স্কিমে সেনাকর্মী নিয়োগ
- MAKAUT এ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ
- NIELIT তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
ঠিক কি কারণে একটি থানা এই মানপত্র পেল ? সূত্রের খবর, ল অ্যান্ড অর্ডার মেনটেইন, অপরাধ দমন ও চিহ্নিতকরণ, নাগরিক বান্ধব পরিবেশ প্রদান এবং মহিলা, শিশু, বয়স্ক নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংবেদনশীল পুলিশি পরিষেবা প্রদান এর জন্যই এই শংসাপত্র দেওয়া হয়েছে।
বারুইপুর ডিসট্রিক্ট পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের ফেসবুক পেজ –এ এই শংসাপত্রের বিষয়ে একটি পোস্টও করা হয়েছে।
উন্নত ও প্রশংসিত পুলিশি পরিষেবা প্রদানের জন্য টিম ‘নবচেতন’ এর পক্ষ থেকে বকুলতলা থানা ও বারুইপুর ডিসট্রিক্ট পুলিশ পরিবারের জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন।