সুদীপ ঘোষঃ ৬৮তম জাতীয় চলচিত্র পুরস্কারের (National Film Awards 2022) তালিকা ঘোষণা করা হল। কোভিড প্যান্ডেমিকের কারণে গত দুবছর স্থগিত রাখা হয়েছিল এই পুরস্কার। অর্জুন ও দিতিপ্রিয়া অভিনীত বাংলা ছবি “অভিযাত্রিক” (Avijatrik) পেল সেরার শিরোপা।
আরও পড়ুনঃ সরকারি দপ্তরে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ
কেন্দ্র সরকারের তথ্য সম্প্রচার দপ্তরের অধীনে ফিল্ম ফেস্টিভ্যাল ডিরেক্টরেট শুক্রবার দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টার থেকে সাংবাদিক সম্মেলন করে ২০২০সালের জাতীয় পুরস্কারের ঘোষণা করেন।
এক নজরে দেখা নেওয়া যাক কারা পেল সেরার শিরোপা
সেরা চলচ্চিত্র: তামিল ছবি সুরারাই পাত্রু।
সেরা অভিনেতা: সুরিয়া (ছবি-সুরারাই পাত্রু এবং অজয় দেবগণ (ছবি – তানঝি)
সেরা অভিনেত্রী: অপর্ণা বালামুরালি (ছবি- সুরারাই পাত্রু)
সেরা সহ অভিনেতা: বিজু মেনন (মালালায়াম ছবি-এক অ্যাপানাম কোষিয়াম)
সেরা সহ অভিনেত্রী: লক্ষ্মী প্রিয়া চান্দ্রমৌলি (তামিল ছবি- সিভারঞ্জনিয়াম ইননাম শিলা পেঙ্গলুম)
সেরা শিশু চলচিত্র: সুমি (মারাঠি)
পরিবেশ সচেতনতা মূলক সেরা ছবি: তেলান্ডি (কানাড়া)
সেরা সামাজিক ছবি: ফিউনেরাল(মারাঠি)
জনপ্রিয় ছবি: তানঝি
সেরা সিনেমাট্রোগ্রাফিক: অভিযাত্রিক (বাংলা)
সেরা গায়ক: রাহুল দেশ পান্ডে
সেরা গায়িকা: নানচাম্মা।
সেরা হিন্দি ছবি: তুলসীদার জুনিয়ার
সেরা বাংলা ছবি: অভিযাত্রিক।
সেরা মালালয়াম ছবি: এনগেজমেন্ট অন ম্যান্ডে।
সেরা তামিল ছবি: সিবারানজিনিয়াম ইন্নাম সিলা পেঙ্গুলাম
সেরা তেলেগু ছবি: কালার ফটো
সেরা কানাড়া ছবি: ডল্লু
সেরা মারাঠি ছবি: টেল অফ পিঠনি।
সেরা আসামি ছবি: ব্রিজ।।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, জাতীয় পুরস্কারজয়ী সমস্ত কলাকুশলীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
#68tNationalFilmAwards2022 #Avijatrik