মৌপিয়া মাইতি : কথায় আছে ধর্ম যার যার, উৎসব সবার। সামনেই দুর্গাপূজা, কালীপূজা, দীপাবলি এবং ছটপূজা। আর সেই উৎসবে বাংলার প্রতিটি পরিবার যাতে আনন্দে সামিল হতে পারেন তার জন্য রাজ্য সরকারের খাদ্য দপ্তর (West Bengal food and supply Dept.) বিশেষ উদ্যোগ নিল।
আসন্ন দুর্গাপূজা, কালীপূজা, দীপাবলি এবং ছটপূজা উপলক্ষ্যে খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে কম দামে ময়দা, চিনি, তেল দেওয়া হবে। পাওয়া যাবে ১ কিলো ভর্তুকিযুক্ত ময়দা ২৯ টাকা কিলো দরে, ১ কিলো ভর্তুকিযুক্ত চিনি ৩২ টাকা কিলো দরে, ১ লিটার কাচ্চিঘানি সরষের তেল ১৬৬ টাকা এবং ৫০০ মিলিলিটার ৮৯ টাকায়। এছাড়াও পাওয়া যাবে পাম অয়েল ১ লিটার ১৩৮ টাকা এবং ৫০০ মিলিলিটারে ৭০ টাকায়।
উক্ত পরিষেবা গুলি পাবেন ২৩শে সেপ্টেম্বর থেকে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত।
খাদ্যসাথী প্রকল্পের অধীনে যাদের অন্ত্যোদয় অন্নযোজনা(AAY) পরিবার এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবার (SPHH) রেশন কার্ড রয়েছে তারাই এর সুবিধা ভোগ করতে পারবেন।
আরও পড়ুন – কর্মী নিয়োগ করছে ইন্ডিয়া পোস্ট
এই সম্বন্ধে বিস্তারিত জানতে https://food.wb.gov.in, @wbdfs , www.facebook.com/WBDFS – এই সাইট গুলি দেখতে পারেন। তাছাড়াও ১৯৬৭/১৮০০ ৩৪৫ ৫৫০৫ (সকাল ৮টা থেকে রাত ৮ টা) টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন। আর ৯৯০৩০৫৫৫০৫ (হোয়াটসঅ্যাপ) নম্বরেও যোগাযোগ করতে পারেন।
অথবা মহকুমা বা জেলা খাদ্য নিয়ামকের ব্লক অফিসেও যোগাযোগ করে এই বিষয়ে বিশদে জানতে পারেন।
an special initiative taken by West Bengal Food and Supply department for upcoming festivals