সুদীপ ঘোষঃ দক্ষিণ কলকাতার আদি গঙ্গার তীরে উদ্বোধন হতে চলেছে রাজ্যের প্রথম জেল মিউজিয়াম (jailMuseum)। ব্রিটিশদের তৈরি ঐতিহ্যবাহী এই জেলকে খুব শীঘ্রই ইন্ডিপেন্ডেনস মিউজিয়াম (IndependenceMuseum) হিসাবে সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। গতকাল শিল্পপতিদের বৈঠকে এই কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯০৬ সালে তৈরি হওয়া ২১ ফুট উঁচু এই লাল বাড়িটি অনেক ইতিহাসের সাক্ষী। এই জেলের অন্দরে রাতের পর রাত কেটেছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষ চন্দ্র বসু, নেহেরু ও বিধানচন্দ্র রায়ের মতো হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীদের। এই জেলই বন্দী ছিলেন আলিপুর ষড়যন্ত্র মামলা ও মানিকতলা কনস্পিরেসি কেস সহ একাধিক মামলায় অভিযুক্ত অরবিন্দ ঘোষ ও কানাইলাল দত্তের মতো দেশের তরুণ বিপ্লবীরা। এই জেলের ফাঁসির কাঠে আত্মবলিদান দিয়েছেন বাদল গুপ্ত, দীনেশ মজুমদার, অনন্তহরি মিত্রের মতো দেশপ্রেমিকরা। জেলের প্রতিটি ইঁটে মিশে আছে দেশের জন্য উৎসর্গ করা রক্ত দাগের ইতিহাস। এই জেলের মধ্যেই ছিল প্রাচীন সরস্বতী প্রেস।
আলিপুর জেলকে (AliporeJail) মিউজিয়ামে পরিণত করতে বন্দীদের আগেই বারুইপুর জেলে পাঠানো হয়েছে। হেরিটেজ প্রেসের স্থানও পরিবর্তন করা হয়েছে। এই জেলের ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখে আধুনিক মিউজিয়ামে পরিণত করার দায়িত্ব দেওয়া হয় হিডকো সংস্থাকে। আগেই এই জেলে অবস্থিত বিভিন্ন কুঠিরকে হেরিটেজ সাইট ঘোষণা ও একাধিক স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি বসানো হয়েছিল। রাজ্য সরকারের উদ্যোগে এই মিউজিয়াম বানানোর সিদ্ধান্ত গ্রহণ হলে আদালতে মামলা পর্যন্ত হয়। মহামান্য আদালতের নির্দেশ মেনে প্রাচীন জেলের কোন অংশ না ভেঙে সেটিকে মিউজিয়ামে পরিণত করার কাজ শুরু করে রাজ্য সরকার। সেই কাজ বর্তমানে শেষের পথে। সাধারণ মানুষের জন্য খুবই দ্রুত খুলতে চলেছে এই জেল মিউজিয়াম। এই মিউজিয়ামে সাধারণ মানুষের সাথে ইতিহাসের আঙিনার স্বাদ পেতে চলেছে তরুণ ছাত্রছাত্রী ও শিশু- কিশোররা।
শ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ