দেবমাল্য ভট্টাচার্যঃ- আরো মহার্ঘ্য হলো রান্নার গ্যাস । ১০০০ পেরোলো রান্নার গ্যাসের দাম । ফের সাধারণ মানুষের পকেটে টান শুক্রবার মধ্যরাতে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে গেল আরো ৫০ টাকা ফলে কলকাতায় একটি ১৪.২ কেজি সিলিন্ডার কিনতে গুনতে হবে ১০২৬ টাকা।
২০২১ এর জুন মাসের পর থেকে প্রায় ৬ বার বেড়েছে গৃহস্থালির রান্নার (১৪.২ কেজি) গ্যাসের দাম। বিরোধীদের দাবি, গত ৫ বছর ধরে প্রায় নামমাত্র ভর্তুকি দিচ্ছে কেন্দ্র সরকার। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের দিন আনতে পান্তা ফুরয় অবস্থা। কারণ, শুধু মাত্রে যে রান্নার গ্যাসের দাম বেড়েছে এমনটা নয়, নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিদের দাম পর পর বেড়েই চলেছে।
সর্ষের তেল যেখানে লিটারে ২০০ টাকা, নুন যেখানে ২৪ টাকা কেজি, ভালো মানের চাল যেখানে ৫০ টাকা কেজি – সেখানে রুটি রোজগার সেই একই অবস্থায়। অন্ন, বস্ত্র, বাসস্থান জোগাতেই হিমসিম অবস্থা সাধারণ মানুষের- তার ওপর রয়েছে পড়াশুনো, ওষুধ পত্র এর খরচ। কবে এই অবস্থার সুরাহা হবে -সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।