জীবনে সাফল্য অর্জন করতে কে না চায়? কিন্তু অনেক সময় দেখা যায়, কঠোর পরিশ্রম, নিষ্ঠা থাকা সত্ত্বেও কোন এক অজানা কারণে কাজটি সফলতা লাভ করে না।
জানেন কি এমনটা কেন হয়? ভুল দিনে কাজ শুরু করার জন্য। সপ্তাহের সাত দিনেই কোন না কোন গ্রহের যোগ থাকে যা আমাদের ওপরেও প্রভাব ফেলে।
বিশেষ কোন কাজ করার আগে আমরা যেমন সময়, দিনক্ষণ দেখেশুনে নির্ধারণ করি তেমনি, গ্রহের অবস্থান অনুযায়ী সপ্তাহে কোন দিন কোন কাজ করলে শুভ ফল দেবে তা জেনে করলে সাফল্য আসবেই।
তাহলে জেনে নেওয়া যাক, কোন দিন কোন কাজ করবেন –
রবিবার :-
যে কোন নতুন কিছু কেনার জন্য এই দিন শুভ। রবিবার দিনটি সূর্য দেবতার দিন। তাই এই দিন পরিবারের সাথে আনন্দে সময় কাটালে দিন খুব ভালো যায়। পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষা দেওয়ার জন্য এই দিনটি ভালো। কোন বিবাদের সমাধান হিসেবে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই দিনটি বেছে নেওয়া উচিত।
সোমবার :-
যে কোন নতুন কাজ শুরু করার জন্য এই দিনটি শুভ। এই দিনে নতুন গাড়ি কিনতে পারেন। কৃষি সংক্রান্ত যে কোন কাজ এই দিন করতে পারেন।
মঙ্গলবার :-
সম্পত্তি – জমি ক্রয় বিক্রয়ের জন্য এই দিনটি অত্যন্ত শুভ। এই দিনে ঋণ পরিশোধ এবং কোন বিবাদ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করলে তাতে আপনারই জয় হবে।
বুধবার :-
শিক্ষা সংক্রান্ত কাজ, নির্মাণ কাজ, গৃহ প্রবেশ ইত্যাদি কাজ গুলো এই দিনে করলে তা অত্যন্ত শুভ ফল দেয়। এই দিন শেয়ার বাজারে টাকার লগ্নি করলে আপনার মুনাফা আসবেই। ভ্রমণের জন্য এই দিনটি শুভ।
বৃহস্পতিবার :-
এই দিনে কাউকে টাকা ধার দেবেন না। শিল্প ও শিক্ষা সংক্রান্ত যে কোন কাজ এই দিনে করতে পারেন। চাকরির ক্ষেত্রে নতুন পদ গ্রহণের জন্য দিনটি শুভ।
শুক্রবার :-
এই দিন ভুলেও কোথাও টাকা বিনিয়োগ করবেন না। সম্পর্কের জন্য এই দিনটি অত্যন্ত শুভ। তবে এই দিন বেশি দূরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো।
শনিবার :-
এই দিন বিশেষ কোন কাজ শুরু না করলেই ভালো। কৃষি সংক্রান্ত কাজ এবং লোহার তৈরী কোন জিনিস কেনা বেচা করবেন না। সাক্ষ্য দেওয়া ও বিবাদ মেটানোর ক্ষেত্রে দিনটি ভালো।
তাহলে আর কিসের চিন্তা? পরিকল্পনা করে নিন সপ্তাহের কোন দিন কোন শুভ কাজ করবেন আর সেই অনুযায়ী আত্মবিশ্বাসের সাথে তা করুন আর সাফল্য পান।