আপনি বা আপনার পরিচিত কোন আত্মীয় কি অনেক দিন ধরে কোন রোগে ভুগছেন? কিংবা কোনো সমস্যার মধ্যে ফেঁসে গেছেন যেখান থেকে বেরোতেই পারছেন না? এমন কিছু ঘটনা যদি আপনার সাথেও ঘটে থাকে তাহলে এর কারণ কিন্তু হতে পারে গ্রহদোষ।
জীবনে কমবেশী সবারই সমস্যা আসে, কিন্তু কোন রোগভোগ – বাধা – বিপত্তি যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে জেনে রাখুন সেটা কিন্তু কোন সাধারণ সমস্যা নয়। বেশীরভাগ ক্ষেত্রেই গ্রহদোষ থাকলে শরীরে নানা রোগ ভোগ হয়।
জ্যোতিষ শাস্ত্র মতে, প্রতিটি রাশির দুই ধরণের – শুভ ও অশুভ গ্রহ থাকে। তবে কোন গ্রহই পুরোপুরি শুভ বা অশুভ হয় না। রাশিচক্রে গ্রহের অবস্থান, মাঙ্গলিক অবস্থান প্রভৃতির উপর ভিত্তি করে যখন যে দশা চলে সেই অনুসারে তার ফল পাওয়া যায়। তবে, এমন অবস্থায় উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই গ্রহ দোষ কাটানোর উপায় আছে। এই উপায়গুলি মেনে চললেই আপনার সমস্যার প্রায় অনেকটা সমাধান হয়ে যাবে।
তাহলে জেনে নেওয়া যাক, কি সেই উপায়গুলি –
১) সকালে উঠে প্রতিদিন প্রাণায়াম করুন।
২) প্রতিদিন স্নান করে উঠে একশো আটবার মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে উপকার পাবেন।
৩) প্রতি পূর্ণিমায় শিবের মাথায় জল অর্পণ করতে হবে।
৪) খাওয়ার জলের সঙ্গে গঙ্গাজল মিশিয়ে পান করলে তাড়াতাড়ি ভালো ফল পাবেন।
৫) প্রতিদিন তামার পাত্রে জল রেখে সাতবার সূর্য মন্ত্র জপ করলে সূর্য গ্রহকে তুষ্ট করা যাবে।
৬) চন্দ্র গ্রহ অশুভ থাকলে সোমবার উপবাস করুন ও সাদা রঙের জিনিস দান করুন। কোন মহিলাকে দান করলে দ্রুত ফল পাওয়া যাবে।
৭) বৃহস্পতি গ্রহ অশুভ থাকলে প্রতি বৃহস্পতিবার কাঁচা হলুদ স্নানের জলে মিশিয়ে স্নান করলে শুভ ফল পাওয়া যাবে।
৮) অসুস্থ ব্যক্তিরা পশু – পাখির সেবা করলে তার ফলস্বরূপ বাধা – বিপত্তি দূর হয়।
৯) রবিবার ছাড়া প্রতিদিন অশ্বত্থ গাছে জল অর্পণ করলে ভালো ফল পাওয়া যাবে।
১০) বালিশের তলায় অশ্বত্থ এর শিকড় রাখলে তা দীর্ঘকালীন রোগ থেকে মুক্ত করে।