অধ্যায় সাহাঃ প্রজাপতি হল মুক্তির প্রতীক। প্রাণ ভরে মুক্তির আশ্বাস সবাই চায়। তা সে ব্যচেলর হোক বা সাংসারিক । তবে চাইলেই তো আর মুক্তি পাওয়া যায় না বা প্রজাপতির মত ডানা মেলে উড়ে বেড়ানো যায় না। রয়েছে পারিবারিক বন্ধন। সংসারের মায়া আর প্রজাপতির হাতছানিতে প্রশ্ন ওঠে – কে আগে ? মন না প্রয়োজন। এরই উত্তর পাওয়া যাবে আগামী ২৩ ডিসেম্বর বক্স অফিসে ‘প্রজাপতি’ (Projapati) সিনেমায়।
আজ বেঙ্গল টকিস, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও প্রণব কুমার গুহ প্রযোজিত এই সিনেমার ট্রেলার রিলিজ হল। সংসারে থেকেও ছেলে ও বাবার ব্যাচেলর জীবনযাপনের গল্পই অন্য আঙ্গিকে প্রাধান্য পেয়েছে এই ছবিতে।
ট্রেলারে , বাবা ও ছেলের আবেগময় সম্পর্ককে দেখানো হয়েছে । বৃদ্ধ বাবার ছেলের প্রতি আশা আকাঙ্খা নিয়ে গড়ে ওঠা এই ছবিতে থাকবে মিষ্টি প্রেমের গল্পও। প্রতিটি সম্পর্কের গভীরতা ও সম্পর্ক গুলির বিভিন্ন শেডগুলিকে , তা সে প্রেম হোক বা নির্মল বন্ধুত্ব সবটাকেই নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে গোটা ট্রেলার জুড়ে। বাবা চায় ছেলের শান্তির সংসার। কিন্তু ছেলের জীবন জুড়ে তার বাবাই তার গোটা সংসার। তার মধ্যেই উঁকি দেয় প্রেম ও বন্ধুত্ব।
অতনু চৌধুরী নিবেদিত এই ছবির কাস্টিং এক কথায় অনবদ্য। মুখ্য চরিত্রে দেব ও মিঠুন চক্রবর্তীর পাশাপাশি অন্যান্য চরিত্রে রয়েছেন মমতা শংকর,খরাজ মুখার্জী,অম্বরিশ ভট্টাচার্য, কৌশানী মুখার্জী। অপরদিকে ছোটপর্দার অধিক পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্যের টলিউডে ডেবিউ মুভি হতে চলেছে “প্রজাপতি”। ফিরছে 46 বছর পূর্বের মিঠুন-মমতা জুটিও। ছবির গানের দায়িত্বে আছেন অনুপ রায়, সুরজিৎ চ্যাটার্জী এবং রথিজিৎ।
ট্রেলার শেষে “এবার বলো কোনটা আগে? মন না প্রয়োজন” এই আবেগমাখা অথচ বাস্তবতায় পরিপূর্ণ প্রশ্নই ছুঁড়ে দেওয়া হল শ্রোতা-দর্শককে। আর এর উত্তর পাওয়া যাবে আগামী ২৩ ডিসেম্বর। দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্স এর ব্যানারে মুক্তিপ্রাপ্ত এবং অভিজিৎ মুখার্জী পরিচালিত ‘টনিক’ সিনেমা এর আগে বক্স অফিসে সাড়া ফেলেছিল। এবার একই ব্যানারে একই পরিচালকের ‘প্রজাপতি’ দর্শকদের কতটা হলমুখী করতে পারে সেটাই এখন দেখার।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ |