ওয়েব ডেস্কঃ আজ বিকেল ৪ টে নাগাদ পাঁশকুড়া থানার গোডাউনে জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় প্রাণ হারালেন এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় (Panskura PS) ৷
থানার গোডাউনে মজুত রাখা বাজিতে আগুন লেগে বিস্ফোরণ ঘটে, স্থানীয় সূত্রে এমনটাই জানা গেছে। আগুন ধরে যায় বিস্ফোরণ স্থলের সামনে থাকা বাইকে। পুলিশ এবং স্থানীয় লোকজন মিলে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় মারাত্মকভাবে আহত হন এক সিভিক ভলান্টিয়ার। দ্রুত ওই সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মারা যান গোপাল মান্না নামের ওই সিভিক ভলান্টিয়ার।
উল্লেখ্য, চলতি বছরে কালীপূজোর আগে সাধুয়াপোতা গ্রামে বাড়ির মধ্যে রাখা নিষিদ্ধ আতশবাজি ফেটে ২ জনের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। তারপরপরই পাঁশকুড়া থানার (Panskura PS) বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার করে পুলিশ। সেই বাজিই গোডাউনে রাখা ছিল এতদিন। আর তা থেকেই এই বিস্ফোরণ।