সন্তু সামন্তঃ জেলা সফরে কখনও তিনি বাচ্চাদের পরম মমতায় কোলে নিয়ে চকোলেট দেন, আবার কখনও তিনি চা দোকানে নিজেই চা বানিয়ে খাওয়ান। এমন বিভিন্ন ঘটনার সাক্ষী বহু মানুষ। তবে এবারে এক্কেবারে আলাদা মেজাজে। কনভয় থামিয়ে সটান চপ এর দোকানে। আর নিজের (Mamata Banerjee) হাতেই চপ ভেজে খাওয়ালেন আমজনতাকে।
ঘটনাস্থল ঝাড়গ্রামের বিনপুর। আজ জেলাসফরে বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম ফেরার পথে বিনপুরে কনভয় থামিয়ে সটান চপ এর দোকানে। দোকানের মালিক বুদ্ধদেব মহান্ত তখন চপ ভাজছিলেন৷ আচমকাই তাঁর দোকানে মুখ্যমন্ত্রী ! কিছু বুঝে ওঠার আগেই মুখ্যমন্ত্রী নিজেই বলেন , ‘সরো দেখি, তোমাকে সাহায্য করি৷’
এর পরই তিনি হাতে নিয়ে নেন ছানতা। আর শুরু করেন চপ ভাজা। এই দৃশ্য দেখেই কার্যতই ভিড় জমে যায়। আমজনতা এমন ঘটনার সাক্ষী হতে পেরে যারপরনাই মুগ্ধ। অনেকেই মুখ্যমন্ত্রী কে সামনে দেখে ক্যামেরাবন্দীও করেছেন অনেকেই। তবে চপ ভাজা হয়ে গেলে সামনে উপস্থিত জনতাকে খাওয়াতে ভোলেননি তিনি।
চপ খাওয়ানোর পাশাপাশি দোকান থেকে ক্যাডবেরি নিয়ে বাচ্চাদের হাতে দেন। কনভয়ে ওঠার আগে চপ-ক্যাডবেরির দাম মিটিয়ে দোকানদার বুদ্ধদেববাবুকে মুখুমন্ত্রী জানান, ‘তোমাকে তো চপ খাওয়াতে পারলাম না, তুমি মিষ্টি খেও৷’