সন্তু সামন্তঃ সারা বিশ্বজুড়ে কোভিডের কারণে হওয়া আর্থিক মন্দার চাকা সবে সামনের দিকে এগোতে শুরু করেছে। এরই মধ্যে গত মাস থেকে বেশ কিছু সংস্থায় কর্মী ছাঁটাই এর খবর শিরোনামে আসে। আজ সেই হিসেবের খাতায় নবসংযোজন ফেসবুকের পেরেন্ট কোম্পানি মেটা (Meta fires employees)।
সূত্রের খবর, প্রায় ১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে। মেটার চিফ এক্সিকিউটিভ মার্ক জুকারবার্গ আজ কর্মী ছাঁটাই (Meta fires employees) এর খবর দেওয়ার পাশাপাশি মেটার উন্নতিতে বেশ কিছু পদক্ষেপ যে করা হবে তাও তিনি জানিয়েছেন একটি ব্লগ পোস্টে।
গত মাসেই চলতি বছরের ক্ষতির পরিমাণ জানিয়েছিল মেটা। টিমের পরিধি প্রায় ১৩% কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হতে পারে- এমনটা গত মাসেই জানানো হয়েছিল। কর্মী ছাঁটাই যে হতে পারে সে আশঙ্কা ছিলই। তবে এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়া হবে তেমনটা কর্মীদের অনেকেই আশঙ্কা করেননি।
যদিও এখনই বেতন বন্ধ হয়ে যাচ্ছে না। যারা ছাঁটাই হয়েছেন তাদের আগামী ১৬ সপ্তাহের বেসিক বেতন দেওয়া হবে। পাশাপাশি আগামী ৬ মাসের মেডিক্যাল খরচও বহন করবে সংস্থা।
প্রসঙ্গত, সারা বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি মানুষ প্রতিমাসে মেটার যে কোনও একটি অ্যাপ ব্যবহার করেন। কেবলমাত্র ইন্সটাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ২০০ কোটি। প্রতিদিন হোয়াটস অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও বেশি। রেকর্ড করেছে ফেসবুকে রিল দেখার সংখ্যায়। প্রতিদিন ১৪০ বিলিয়ন রিল প্লে হয় মেটায়। উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ব্যবহারকারী। তা সবত্তেও ক্ষতির বহর নেহাত কম নয়। কোভিড পরবর্তীতে চাকরির মন্দাবাজার কপালে ভাঁজ ফেলছে কর্ম প্রার্থীদের।