স্নিগ্ধা হালদারঃ ভাসমান বাজারের কথা প্রত্যেকেই জানে কিন্তু ভাসমান ট্রেন (Floating Train)? থাইল্যান্ডেই রয়েছে এই ভাসমান ট্রেন। এই রেলপথটি ব্যাংকক থেকে লোপ বুরি (Lop Buri) পর্যন্ত বিস্তৃত এবং এটি পাসাক জোলাসিড (Pasak Jolasid) ব্রীজের ওপর। সারা বিশ্বের বহু ভ্রমনার্থী এই ভাসমান ট্রেনে সফর করে থাকেন। এই বছরে ভ্রমনার্থীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি।
সাধারণত প্রত্যেক বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের সপ্তাহান্তে এই ট্রেনটি চলে এবং টিকিট নতুন বছর পর্যন্ত পাওয়া যায়। এই সময় এই ভাসমান ট্রেনে সফরের জন্য বহু পর্যটকের সমাগম ঘটে ।
বর্ষার পর জলস্তর ব্রীজের ওপর উঠে যায়। তখন ট্রেনটি জলের নিচে থাকা রেলপথ দিয়ে চলাচল করে। ফলে ট্রেন যাত্রীরা ট্রেন থেকেই জলস্তর দেখতে পায়। কিন্তু এই বছরে এই জলস্তর অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। রেল কর্তৃপক্ষ থেকে অনুমান করা হচ্ছে এই কারণেই হয়তো পর্যটকের সংখ্যাও বেড়েছে। আর সেই কারণেই টিকিট বিক্রির সংখ্যাও বেড়েছে।
প্রসঙ্গত, এই ট্রেনটির সফরের মোট সময় ছয় ঘন্টা। সফরকালীন সময়ে ট্রেনটি ব্রীজের ওপর কুড়ি মিনিট দাঁড়ায়, যাত্রীদের ছবি তুলতে দেওয়ার জন্য। এরপর অন্তিম স্টেশনে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকে। এই সময় যাত্রীরা বাঁধ ও বাগানটি ঘুরে নিতে পারেন। তারপর সমস্ত যাত্রীসহ আবার গন্তব্য স্থানে ফিরে আসে।