সঞ্জয় বৈরাগীঃ ভয়ঙ্কর রেল দুর্ঘটনার মুখোমুখি হাওড়া-মুম্বাই শালিমার এক্সপ্রেস (Shalimar Express fire)। মহারাষ্ট্রের নাসিকের কাছে শালিমার এলটিটি এক্সপ্রেসের বগিতে আচমকা আগুন ধরে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে হুড়োহুড়ি পরে যায় গোটা স্টেশন চত্বরে।মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ স্টেশন কালো ধোঁয়ায় ঢেকে যায়।এরই সঙ্গে ট্রেনটির বগি থেকে দাউদাউ করে বেরতে থাকে বিধবংসী আগুন।
রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানতে পারা যাচ্ছে,শনিবার সকাল ৮ টা ৪৫ মিনিট নাগাদ শালিমার-লোকমন্যতিলক এক্সপ্রেসে মহারাষ্ট্রের নাসিক রোড স্টেশনের কাছে আগুন ধরে যায়। এ বিষয়ে আরো জানা যাচ্ছে যে, ট্রেনের ইঞ্জিনের ঠিক পেছনেই ছিল পার্সেলভ্যান। কোনো কারনবশত সেখানে অগ্নিসংযোগ ঘটলে দাউ দাউ করে জ্বলতে শুরু করে ট্রেনের ওই কামরা। তড়িঘড়ি ট্রেনটিকে থামিয়ে দেন চালক।কিছুক্ষনের মধ্যেই সেখানে এসে উপস্থিত হয় দমকল বাহিনী,এরই সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ।
রেলের তরফ থেকে জানানো হয়েছে,এই ঘটনায় কোনো যাত্রী আহত বা নিহত হয়নি।আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীদের অন্যত্র নিয়ে যাওয়া হয়েছিল। কাউকে ওই কামরার আশেপাশে থাকতে দেওয়া হয়নি।
প্রসঙ্গত,ট্রেনের ইঞ্জিনের পিছনে থাকা যে পার্সেল ভ্যানে আগুন লেগে গিয়েছিল সেটিকে বর্তমানে ট্রেন থেকে আলাদা করা হয়েছে। যদিও কী কারণে আগুন লেগেছে,তা এখনও জানা যায়নি।বর্তমানে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ওই লাইনের সমস্ত ট্রেন চলাচল।
Shalimar Express catches fire near Nashik Maharashtra