স্নিগ্ধা হালদারঃ সারা বিশ্বেই ‘সংরক্ষণ’ (SC ST Reservation) যে কোনও রাজনৈতিক দলের কাছে তুরুপের তাস। বিশেষ করে পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা বা লোকসভা ভোটের আগে সংরক্ষণ নিয়ে কোনও না কোনও খবর শিরোনামে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর কিছুদিন পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই খবরের শিরোনামে এল সংরক্ষণ।
২০২০ সালে শীর্ষ আদালতের রায় অনুযায়ী সরকারি চাকরি বা প্রমোশনের ক্ষেত্রে SC, ST সংরক্ষণ জাতির মৌলিক অধিকার নয় এবং এই সংরক্ষণ কার্যকর করবে কিনা তা সম্পূর্ণ রাজ্যের সিদ্ধান্ত ও বিচার্য। সংরক্ষণকে আব্যশিক করার দায় কোনো রাজ্যের নেই। এই রায়ের ভিত্তিতেই কর্ণাটক সরকার তার রাজ্যের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে।
কর্ণাটকের বিজেপি সরকার সাংবিধানিক পরিবর্তন চেয়ে রাজ্যে তফসিলি জাতি এবং উপজাতি (SC, ST) কোটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এমনটাই মত বিশেষজ্ঞদের। রাজ্যের মুখ্যমন্ত্রী বাসভরাজ এস বোমাই কংগ্রেস এবং জেডি (এস) নেতাদের অংশগ্রহণে একটি সর্বলীয় বৈঠকের পর এই ঘোষণা করেন।
সূত্রের খবর, বিচারপতি এইচ এন নাগমহোনের কমিশন রিপোর্টের ভিত্তিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যা তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য যথাক্রমে ১৫% থেকে ১৭% এবং ৩% থেকে ৭% বাড়ানোর সুপারিশ করেছে। এটি অবশ্য কর্নাটকে সংরক্ষণের সংখ্যা ৫৬% এ নিয়ে যাবে। প্রসঙ্গত কর্নাটকে আগে SC এর অধীনে মাত্র ৬টি জাতি ছিল যেখানে এখন ১০৩ টি জাতি , যাযাবর, বস্তিবাসী যোগ করা হয়েছে তাই জনসংখ্যা ব্যাপক ভাবে বেড়েছে।
বর্তমানে কর্ণাটক OBC দের জন্য ৫০%, SC দের জন্য ৩২% , ST দের জন্য ৩% সংরক্ষণ রয়েছে । এই সংরক্ষণ পিছিয়ে পড়া মানুষদের শিক্ষা ও কর্মসংস্থানে পর্যাপ্ত সুযোগ প্রদানের মাধ্যমে , তাদের জীবনে আলো ও উজ্জ্বলতা নিয়ে আসবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসভরাজ এস বোমাই।
SC ST Reservation | Basavaraj S Bommai | Karnataka CM |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ