মৌপিয়া মাইতিঃ ভারতের রেসলিং ফেডারেশন ৩০ জনকে বেছেছিলেন বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের জন্য। কিন্তু স্প্যানিশ দূতাবাস কর্তৃক স্কোয়াডের ২১ জন সদস্যের স্পেনে ভিসা প্রত্যাখ্যান হওয়ায় অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে একটি বড় ধাক্কা খেয়েছে ভারত। ভিসা প্রত্যাখ্যানের কারণ হিসাবে জানা যাচ্ছে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই খেলোয়াড়দের চলে আসা।
রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (WFI) চেয়ারম্যান ব্রিজভূষণ শরণ সিং উল্লেখ করেছেন যে ৩০ জনের মধ্যে নয়জন খেলোয়াড় যারা ভিসা পেয়েছেন এবং যাদের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে সবার কাছেই সরকার এবং চ্যাম্পিয়নশিপের আয়োজকদের সমর্থন করা নথি রয়েছে তাও তাদের ভিসা এইভাবে বাতিল করা হল।
এরকম ঘটনা প্রথমবার ঘটল। কোনো দেশের ওপর যখন টুর্নামেন্টের দায়িত্ব দেওয়া হয় তখন সেখানে একটি শর্ত থাকে যে তারা কোনো দেশের খেলোয়াড়দের আসতে বাধা দিতে পারবেনা এমনকি সেই দেশের সাথে তাদের টানাপোড়েন সম্পর্ক হলেও। এরপরেও এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
এই সমস্যার কারণে বেশিরভাগ প্রতিযোগী অংশগ্রহণ করতে পারলনা ঠিকই কিন্তু ভারতের সাজন ভানওয়ালা অনূর্ধ্ব ২৩ রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম গ্রিকো-রোমান পদক জিতে দেশকে সম্মান এনে দিয়েছেন। রেপেচেজ রাউন্ডে ইউক্রেনের দিমিত্রো ভাসেটস্কিকে হারিয়ে ঐতিহাসিক পদক জিতে নিয়েছেন। তিনি ১০-১০ পয়েন্টে ইউক্রেনীয় প্রতিপক্ষের বিরুদ্ধে জয় নিশ্চিত করেছিলেন ।
লিথুয়ানিয়ানের বিরুদ্ধে প্রথম রাউন্ডে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করার পর, প্রি-কোয়ার্টারে মলদোভার আলেকজান্দ্রিন গুটুর কাছে ০-৮-এ হেরে যান সাজন।
প্রসঙ্গত, যখন এশিয়ান চ্যাম্পিয়নশিপ দুই বছর আগে ভারতে আয়োজন করা হয়েছিল তখন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো ছিলনা। তা সত্ত্বেও, আমাদের দেশ পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা, হোটেল এবং নিরাপত্তা দিয়েছিল এবং টুর্নামেন্টের পরে তাদের নিরাপদে ওয়াঘা সীমান্তে পৌঁছে দিয়েছিল।
| U-23 World Wrestling Championship | India’s 1st Greco Roman medal | Sajan Bhanwala |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ