মৌপিয়া মাইতিঃ স্টেশনে গিয়ে ট্রেন ধরা তো সবার কাছেই স্বাভাবিক। কিন্তু স্টেশনে গিয়ে কোনোদিন যদি দেখেন ট্রেনের বদলে অটো দাঁড়িয়ে আছে! আপনার প্রতিক্রিয়া কেমন হবে? কিছুটা এমনই ঘটনা ঘটেছে মুম্বাইয়ের কুর্লা স্টেশনে।
সোশ্যাল মিডিয়ায় রীতিমত শোরগোল ফেলেছে এই অটোরিকশার ভাইরাল ভিডিও। মুম্বাইয়ের কুর্লা স্টেশনের ভেতরে প্ল্যাটফর্মে একটি অটোরিকশা চলতে দেখা যায়। জানা যায়, অটোরিকশাটি দুর্ঘটনাক্রমে পেছনের গেট দিয়ে ১ নং প্লাটফর্মে প্রবেশ করে, তবে সৌভাগ্যবশত তখন স্টেশনটি ফাঁকা ছিল এবং কোনো ট্রেনও ছিলনা। গাড়ির উপস্থিতি সম্পর্কে জানতে পেরে রেলের সুরক্ষা বাহিনী নিরাপদে অটোরিকশাটিকে স্টেশন থেকে সরিয়ে নিয়ে যায় এবং পরে এটিকে আটক করে।
প্ল্যাটফর্মে অটোরিকশার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজন শেয়ার করেছেন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে।
অটোরিকশাটিকে আটক করার পর অটো চালককে আরপিএফ পোস্ট কুর্লাতে নিয়ে আসে এবং তার বিরুদ্ধে সিআর নং ১৩০৫/২২/ইউ/এস ১৫৯ আর এ -এর অধীনে একটি মামলা দায়ের করে। এরপর তাকে গ্রেপ্তার। এছাড়াও, রেলের আইনের অধীনে অটোরিকশা চালককে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ