তিয়াশা ভক্তাঃ একটা সময় ছিল যখন ছোট থেকে শেখানো হত ‘লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে ‘ । এখন দিন পাল্টেছে। লেখাপড়া না করা মানুষও গাড়ি চড়ে। শিক্ষার গুরুত্ব বোঝাতে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা লেখক শশী থারুর টুইটারে একটি ছবি পোস্ট করেছেন।
ছবিটিতে উঠে এসেছে জাপানের একটি স্ট্যাচু । যেই স্ট্যাচুর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা মেসেজ দিতে চেয়েছেন যে তোমার ওজনের মান কিলোগ্রাম বা আকারে নয় বরং তুমি কটা বই পড়েছ সেই সংখ্যাই হলো ওজনের মান।
বর্তমানে যেমন পাল্টেছে দিন তেমনই পাল্টেছে শিক্ষার মান, শিক্ষার উদ্দেশ্য। মানুষ শিক্ষা গ্রহণ করে বিভিন্ন উদ্দেশ্যে , কেউ ডিগ্রি অর্জনের জন্য, কেউ চাকরি পাওয়ার জন্য, কেউ বা জ্ঞান অর্জনের জন্য। প্রকৃত পক্ষে শিক্ষার উদ্দেশ্য কল্পনা শক্তি বৃদ্ধি, আত্মউন্নতি, যোগাযোগের দক্ষতা বাড়ানো, বোধশক্তি বৃদ্ধি। আসলে প্রকৃত শিক্ষাই পারে সমাজকে সুন্দর করতে। নতুন প্রজন্মকে সঠিক দিশা দেখাতে।
প্রমথ চৌধুরী তাঁর ‘ বই পড়া ‘ প্রবন্ধে বুঝিয়েছেন বইয়ের গুরুত্ব ও তাৎপর্য। বইয়ের বিকল্প হয় না। তাই আমাদের জীবনে হাজার ব্যাস্ততার মাঝেও কিছু বই পড়া আবশ্যিক।
দুষ্টুমি ও সরলতায় ভরা ছেলেবেলায় অবশ্যই পড়া দরকার –
আবোল তাবোল – সুকুমার রায়
নন্টে ফন্টে – নারায়ণ দেবনাথ
গোগোল সমগ্র – সমরেশ বসু
দ্য উইল ইন দ্য উইলোজ – কেনেথ গ্রাহাম
বড়দের দায়িত্ত্ব কর্তব্যে ভরা জীবনে একটু হাসির খোরাক জোগাতে অবশ্যই পড়া প্রয়োজন শিবরাম চক্রবর্তীর ‘ হাসির ফোয়ারা’, এছাড়া অর্থনৈতিক ও সাংস্কৃতিক বাধা থাকা সত্বেও মানুষের সাথে মানুষের যোগাযোগের এক সুন্দর কাহিনী নির্মিত সুধীর ভেঙ্কটেশ এর ‘ Gang Leader for a Day’ আবার নৈতিক ব্যক্তিত্ব গড়ার কাহিনী জর্জ এলিয়টের ‘মিডল মার্চ ‘।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ