তিয়াশা ভক্তাঃ বারাণসীর পর এবার মধ্যপ্রদেশ। শুভ উদ্বোধন হল বিখ্যাত মহাকালেশ্বর (ShriMahakalLok) মন্দিরের করিডোরের । আজ বিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই করিডোরের উদ্বোধন করেন। চোখধাঁধানো লাইট শো সহ শুরু হয়েছে উৎসবের আমেজ।
আজ বিকাল ৫ঃ৩০ টা নাগাদ প্রধানমন্ত্রীর হেলিকপ্টারটি পুলিশ লাইন ক্যাম্পাসের হেলিপ্যাডে অবতরন করে। সেখানে পৌঁছে মহাকালেশ্বর মন্দির দর্শন ও পূজা করার পর জাতির উদ্দেশ্যে মহাকাল লোক উৎসর্গ করলেন।
প্রসঙ্গত, ‘ মহাকাল লোক ‘ প্রকল্পের এই ৯০০ মিটারের বেশি দৈর্ঘ্যের করিডোরটির একটি সারিতে ১০৮ টি বেলেপাথরের আলঙ্কারিক স্তম্ভ রয়েছে। যার ওপর আছে ত্রিশূলের নকশা। এই মহাকাল মন্দিরটি দেশের ১২ টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি । এই করিডোরটি ভোপাল থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।
রুদ্রসাগর হ্রদের তীরের এই মন্দিরটির উদ্বোধনের প্রাক মুহূর্ত থেকেই সমারোহে চলছে আয়োজনের উৎসব। দীপাবলির আগেই সারা শহর সেজে উঠেছে আলোর রোশনায়। নানা রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে উজ্জয়িনীর ল্যাম্প পোস্টগুলো।
নন্দী দ্বারের বিশাল গেটওয়ের নিচে স্থাপন করা হয়েছে এই মহাকাল লোক শিব লিঙ্গ । যা পবিত্র মলি সুতো দিয়ে আচ্ছাদন করা রয়েছে। রামঘাটের কাছে আয়োজিত হয়েছে চোখধাঁধানো লাইট শোর। করিডোরটির প্রথম ধাপটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৪৫৬ কোটি টাকা।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি করিডোরের দর্শনীয় দৃশ্যের ভিডিও টুইটারে শেয়ার করেছেন।