স্নিগ্ধা হালদার: উৎসবের মাসের মধ্যেই সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেল। আগামী মাসেই দেশ পেতে চলেছে ৫০ তম প্রধান বিচারপতি। গত শুক্রবারই কেন্দ্রীয় আইনমন্ত্রকের পক্ষ থেকে বর্তমান প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতকে তার উত্তরসূরির নাম জমা দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছিল।
মেমোরেন্ডাম অফ প্রসিডিওর (MOP) অনুসারে আইনমন্ত্রী, একটি উপযুক্ত সময়ে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের জন্য ভারতের বিদায়ী প্রধান বিচারপতির কাছে সুপারিশ চান। এরপর প্রধান বিচারপতির সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। তিনি নতুন নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতির কাছে পরামর্শ চান। এই প্রক্রিয়াটি সাধারণত বর্তমান প্রধান বিচারপতি অবসর নেওয়ার এক মাস আগে করা হয়।
প্রসঙ্গত উদয় উমেশ ললিত ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে গত ২৭ শে আগস্ট শপথ গ্রহণ করেছিলেন। আগামী ৮ই নভেম্বর তিনি অবসর গ্রহণ করবেন। মাত্র ৭৪দিন ছিল তার এই পথচলা।
এই কারণেই প্রধান বিচারপতি ললিত তার উত্তরসূরির নাম ঘোষণা করার জন্য আজ সকাল ১০টা বেজে ১৫মিনিটে তিনি সকল বিচারপতিগণকে উপস্থিত হতে বলেছিলেন। MOP অনুসারে, দেশের প্রধান বিচারপতি তার উত্তরাধিকারী হিসেবে সুপ্রিমকোর্টের সবথেকে বরিস্ট বিচারকের নাম পাঠান। তাই আইনমন্ত্রীর আদর্শ প্রটোকল অনুযায়ী বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় CJI এর পরে সবচেয়ে সিনিয়র বিচারপতি। সুতরাং তিনিই ভারতের ৫০তম প্রধান বিচারপতি হতে চলেছেন এবং আগামী ৯ই নভেম্বর তিনি শপথ গ্রহণ করবেন।তার দুই বছরের মেয়াদ থাকবে এবং আগামী ১০ই নভেম্বর ২০২৪ এ তিনি অবসর গ্রহণ করবেন।
বিচারপতি চন্দ্রচূড়ের পিতা বিচারপতি যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় ১৯৭৮ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ভারতের ১৬ তম প্রধান বিচারপতি ছিলেন। ডি ওয়াই চন্দ্রচূড় ১৯৯৮ সালে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০১৩ সালে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন। পাশাপাশি বম্বে হাইকোর্টের সাথেও যুক্ত ছিলেন। এরপর ২০১৬ সালে শীর্ষ আদালতের বিচারক হন।
Justice DY Chandrachud is likely to be named the 50th Chief Justice of India |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ