তিয়াশা ভক্তাঃ কয়েকদিন আগেই সাড়ম্বরে পালিত হল সমাজবাদী পার্টির ত্রিশ বছর পূর্তি। তার রেশ কাটতে না কাটতেই নেমে এল শোকের ছায়া। সমাজবাদী পার্টির সূচনা যার হাত ধরে সেই বর্ষীয়ান নেতা মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav) প্রয়াত হলেন।
দীর্ঘ ছয় দশকের রাজনৈতিক জীবনের গতি রুদ্ধ হলো আজ সকালেই। সূত্রের খবর, দীর্ঘদিন কিডনির সমস্যা জনিত রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি রক্তচাপ জনিত কারণে শ্বাসকষ্ট শুরু হলে তৎক্ষণাৎ তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকের সব চেষ্টাকে ব্যর্থ করে মাত্র ৮২ বছর বয়সে পরলোক গমন করলেন সবার পরিচিত মোল্লা মুলায়ম ।
প্রসঙ্গত, ১৯৩৯ সালে উত্তরপ্রদেশে ইটাওয়া জেলার সাইফাইয়ে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৫ বছর বয়সেই হাতে খড়ি হয় রাজনৈতিক বিভাগে। রাষ্ট্র বিজ্ঞানে বি. এ, বিটি, এম. এ পাশের পর লেকচারের কাজেও যুক্ত ছিলেন তিনি। ১৯৬৭ সালে তিনি প্রথমবার উত্তরপ্রদেশের বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এরপর ৮ বার পালন করেন বিধায়কের গুরু দায়িত্ব। ১৯৮৯ সালে হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিন দফায় মুখ্যমন্ত্রীর দায়িত্ত্ব সামলেছেন। সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ত্ব। দলীয় কর্মীদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘নেতাজি’ হিসাবে।
আজ সেই বর্ণময় রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও।
Samajwadi Party founder Mulayam Singh Yadav passes away।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ