সন্তু সামন্তঃ কাল অর্থাৎ শনিবার বিকেল ৪ টে তে রেড রোডে শুরু হচ্ছে মেগা পুজো কার্নিভাল (Durga Pujo Carnival)। মোট ৯৫ টি পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করবে। প্রায় ২০ হাজার পাস ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। দর্শকদের বিপুল উপস্থিতির কথা মাথায় রেখে কার্নিভালে নিয়ন্ত্রিত হবে রাস্তা। কলকাতা ট্র্যাফিক পুলিশ ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। কোন রাস্তা বন্ধ থাকবে, কোন রাস্তা দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন জেনে নিন আগেভাগে।
কার্নিভালএর সময় বন্ধ থাকবে এই সমস্ত রাস্তা
দুপুর ২ টো থেকে রাত ১১ টা পর্যন্ত ট্র্যাফিক নিয়ন্ত্রণ হবে এই সমস্ত রাস্তা – রেড রোড, খিদিরপুর রোড, লাভারস লেন, হসপিটাল রোড (নর্থ বাউন্ড), কুইনস ওয়ে, এসপ্ল্যানেড র্যাম্প, পলাশি গেট রোড এবং মেয়ো রোড।
তাহলে আপনি কোন পথে বাড়ি ফিরবেন ? বা কোন পথে গন্ত্যব্য স্থলে যাবেন ? দেখে নিন অল্টারনেটিভ রাস্তার হদিশ-
অল্টারনেটিভ রাস্তা
পথচারী দের সুবিধের জন্য এখানে দেওয়া হল অল্টারনেটিভ ৭ টি রাস্তা –
১) হসপিটাল রোড (নর্থ বাউন্ড) এর পরিবর্তে এ জে সি বোস রোড বা জে এল নেহেরু রোড
২) খিদিরপুর রোড এর পরিবর্তে সেন্ট জর্জেস গেট রোড বা স্ত্রান্ড রোড
৩) রেড রোড (সাউথ বাউন্ড) এর পরিবর্তে আর আর অ্যাভিনিউ – জে এল নেহেরু রোড বা আর আর অ্যাভিনিউ – কিংস ওয়ে – স্ত্রান্ড রোড
৪) রেড রোড (নর্থ বাউন্ড) এর পরিবর্তে জে এল নেহেরু রোড
৫) কুইনস ওয়ে র পরিবর্তে ক্যাথিড্রাল রোড – জে এল নেহেরু রোড
৬) এসপ্ল্যানেড র্যাম্প এর পরিবর্তে এ জে সি র্যাম্প বা হেস্টিং র্যাম্প
৭) মেয়ো রোড (ওয়েস্ট বাউন্ড) এর পরিবর্তে জে এল নেহেরু রোড – আর আর অ্যাভিনিউ