সুদীপ ঘোষঃ বাংলা জুড়ে এখন পুজো পুজো গন্ধ। কলকাতা থেকে জেলা সেজে উঠছে বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজোয়। কিন্তু সেই উৎসবের আকাশে আগমন হতে চলেছে বর্ষাসুরের, এমনই অনুমান আবহাওয়া দপ্তরের।
আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, সুদূর চিন সাগরে তৈরি হওয়া শক্তিশালী টাইফুন “নোরু” ফিলিপিন্স, ভিয়েতনাম, লাউস ও মায়ানমারে শক্তি প্রদর্শন করে আসতে চলেছে বঙ্গোপসাগরের বুকে। তার প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণবাত, যা পুজোয় ভাসাতে চলেছে বাংলাকে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা, সঞ্জীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, ঐ ঘূর্ণবাতের মুখ ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ অভিমুখে হওয়ায় ২রা অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে বৃষ্টি শুরু হবে বাংলা জুড়ে, যা চলবে ৫ই অক্টোবর পর্যন্ত।
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উপকূলবর্তী অঞ্চল গুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনায় ২রা অক্টোবর থেকে মৎসজিবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছে তাদের ২তারিখের আগে তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টি বাড়লে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের নিচু জায়গা গুলিতে জল জমার ব্যাপক সম্ভবনা রয়েছে। ঘূর্ণবাতের সাথে অষ্টমী তিথিতে উত্তাল হতে চলা সাগরে নদী বাঁধ ভাঙা ও উপকূলবর্তী ও বন্যাকবলিত এলাকাগুলিও সাময়িক ভাবে প্লাবিত হতে পারে।
উৎসবের মরশুমে এই দুর্যোগ ও প্রতিকূল পরিবেশ মোকাবিলায় রাজ্য প্রশাসনকে একাধিক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আর দক্ষিণবঙ্গের বৃষ্টি থামলেই বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলা গুলিতেও। তাই ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সময় অযথা বাইরে না বেড়ানো ও গাড়ি ধীরে চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির হাত থেকে ফসলকে বাঁচানোর ব্যবস্থা ও সার- কীট নাশক প্রয়োগে অপেক্ষা করতে বলা হয়েছে বাংলার চাষীদের।
বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছে উৎসব দিনগুলোর দিকে তাকিয়ে থাকা ছোট ব্যবসায়ী থেকে দোকানদাররা। বাঙালির এই উৎসবের সাথে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের রুজি রোজগার। বৃষ্টিতে উৎসবের ছেদ পড়লে তাদেরও পেটে টান পড়বে। পুজোর দিনগুলিতে বৃষ্টির পূর্বাভাসে মাথায় হাত বাঙালি জাতির। খুশির আলোর বন্যা ভাসিয়ে দিতে পারে এই বৃষ্টি অসুর।
Weather Report DurgaPuja 2022 | Rain Risk from saptami to Dashami | Alipore Weather office
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ