সন্তু সামন্তঃ মহালয়ার সন্ধ্যেতেই কেবলমাত্র শ্রীভূমির পুজো মন্ডপে কয়েক হাজার দর্শনার্থীর ভিড় জানিয়ে দিয়েছে এবারে চতুর্থী থেকেই হয়ত অস্বাভাবিক ভিড় হবে। আর এই ভিড় ঠেলে ঠাকুর দেখতে গিয়ে বেশ নাজেহাল হতে হয় দর্শনার্থীদের। তাই সঙ্গে রাখুন গাইড ম্যাপ। কোন রাস্তা দিয়ে গেলে কোন পুজো দেখতে পাবেন তা রয়েছে সম্পূর্ণ বাংলায়।
আপনি হেঁটে যান বা গাড়ি – সবার জন্যই এই গাইড ম্যাপ বেশ কাজের। তবে হ্যাঁ, আপনার পরিচিতদের মধ্যে এই প্রতিবেদন শেয়ার করতে ভুলবেন না যেন !
উত্তর এবং দক্ষিণ কলকাতা
বাগবাজার, শ্যামবাজার, কলেজ স্কোয়ার , কুমোরটুলি সহ উত্তর এবং দক্ষিণ কলকাতার পুজো মন্ডপ ঘুরতে নীচের গাইড ম্যাপ সঙ্গে রাখুন।
দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব কলকাতা
একডালিয়া, দেশপ্রিয় পার্ক, ম্যাডক্স স্কয়ার, চেতলা অগ্রণী সহ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব কলকাতার পুজো মন্ডপ ঘুরতে নীচের গাইড ম্যাপ সঙ্গে রাখুন।
যাদবপুর ও বেহালা এরিয়া
দক্ষিণ শহরতলি এবং দক্ষিণ পশ্চিম কলকাতা অর্থাৎ মূলত যাদবপুর ও বেহালা এরিয়ার ভিড় এড়াতে নীচের গাইড ম্যাপ সঙ্গে রাখুন।
পোর্ট এরিয়া
৭৫ পল্লি, ৭৪ পল্লি বা ২৫ পল্লি – পোর্ট এরিয়ায় দর্শনার্থীদের ভিড় ভালোই হয়। তাই ভিড় এড়াতে নীচের গাইড ম্যাপ সঙ্গে রাখুন।
উল্লেখিত গাইড ম্যাপ কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে প্রাপ্ত। মনে রাখতে হবে প্রয়োজন অনুযায়ী গাইড এবং ট্র্যাফিক রুলস পরিবর্তন হতে পারে।
Kolkata pujo guide map