স্নিগ্ধা হালদারঃ দেশজুড়ে স্কুলের মানোন্নয়নে পিএম স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া বা ‘পিএম শ্রী’-এর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র/রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পরিচালিত ১৪ হাজার ৫০০ টি স্কুল এর সার্বিক মানোন্নয়নে এই কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষা নীতি (NEP -২০২০) অনুযায়ী পঠন পাঠন থেকে শুরু করে সার্বিক পরিকাঠামো গড়ে তোলা হবে।
শুধুমাত্র পঠন পাঠন নয়, ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ যাতে ঠিকঠাক হয় সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হবে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, ল্যাব, আধুনিক লাইব্রেরী,খেলার মাঠ সহ বিভিন্ন খাতে উন্নয়ন ঘটানো হবে। পরবর্তীকালে বাস্তব সমস্যার সঙ্গে নিজেদের তৈরি করার মত মানসিক বিকাশ যাতে হয় তার চেষ্টাও করা হবে এই উদ্যোগের মাধ্যমে।
এই প্রকল্পের আওতায় যে সকল স্কুল থাকবে তারাই পরবর্তীকালে সংশ্লিষ্ট এলাকার মডেল স্কুল হিসেবে বিবেচিত হবে এবং অন্যান্য স্কুলের পরামর্শদাতা হিসেবে কাজ করবে। এ বিষয়ে জাতীয় শিক্ষানীতি নিয়ে একটি আলোচনা সভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান কেন্দ্রের পক্ষ থেকে PM- SHRI স্কুল স্থাপনের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে । এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে বুদ্ধিদীপ্ত ভারতীয় অর্থনীতি (knowledge based economy) গড়ে তোলার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে পরামর্শও চেয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ