সন্তু সামন্তঃ দেশের প্রতিটি নাগরিকেরই সসম্মানে পথেঘাটে চলাফেরার অধিকার রয়েছে। কিন্তু মাঝে মধ্যে কিছু বিকৃত রুচির নাগরিকের জন্য মহিলাদের সম্মানহানি হয়। ট্রাম, বাস, ট্রেন বা পথচলতি মহিলাদের গায়ে কখনও কখনও অবাঞ্ছিত স্পর্শ বা শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা হতে হয়। আচমকা এহেন পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য নিজে থেকেই প্রাথমিক আত্মরক্ষার ব্যবস্থা যাতে মহিলারা করতে পারেন তার জন্য কলকাতা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে ‘তেজস্বিনী’ (TEJASHWIN)। সম্পূর্ণ বিনামূল্যে কলকাতা পুলিশের বিশেষজ্ঞ ট্রেনারদের থেকে প্রশিক্ষণ পাবেন মহিলারা।
বিগত বছরগুলিতে মহিলাদের থেকে বেশ ভালো রকম সাড়া পাওয়া গিয়েছিল। এবার তাই আরেকটু বড় করে ‘তেজস্বিনী’র উদ্যোগ নেওয়া হয়েছে। কীভাবে এই প্রশিক্ষণের সুযোগ পাবেন, ফর্ম ফিলাপে কোনও অসুবিধা হলে কলকাতা পুলিশের কোন নম্বরে যোগাযোগ করবেন তার বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে রয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, ‘কমিউনিটি পুলিশ’ শাখার উদ্যোগে মোট ১০ দিনের ট্রেনিং দেওয়া হবে। ০৯ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর – পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ পর্ব। সময় সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা। ‘তেজস্বিনী’র ক্যাম্প করা হয়েছে সুভাষ সরোবরে কলকাতা পুলিশ রোয়িং অ্যাকাডেমিতে।
কলকাতা পুলিশের বিশেষজ্ঞ ট্রেনাররা ১২ থেকে ৪৫ বছর বয়সী মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দেবেন। এই প্রশিক্ষণ নেওয়ায় জন্য কোনও টাকাপয়সা লাগবে না। তবে নাম রেজিস্টার করতে হবে কলকাতা পুলিশের ওয়েবসাইটে। আপনাদের সুবিধের জন্য কলকাতা পুলিশের ‘তেজস্বিনী’র লিঙ্ক নীচে দেওয়া হল –
ফর্ম ফিলাপ এর লিঙ্ক – Click Here
ওপরের লিঙ্কে ক্লিক করলে খুলবে জি মেল। আপনার মেল অ্যাডড্রেস ও পাসওয়ার্ড দিলে খুলে যাবে অনলাইন আবেদন পত্র। তবে ফোন বা কম্পিউটারে জি মেল খোলা থাকলে ওপরের লিঙ্কে ক্লিক করলে সরাসরি আবেদনপত্র পেয়ে যাবেন।
আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারফেন কলকাতা পুলিশের এই সহায়তা নম্বরে – ০৩৩-২২১৪-৩২৩৪ বা দেখতে পারেন কলকাতা পুলিশের ওয়েবসাইট https://www.kolkatapolice.gov.in/ বা ফলো করতে পারেন কলকাতা পুলিশের ফেসবুক পেজ https://www.facebook.com/kolkatapoliceforce
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ