সন্তু সামন্তঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি হওয়ায় এমনিতেই মধ্যবিত্তের হাঁসফাঁস অবস্থা। তার ওপর রান্নার গ্যাসের দাম বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী। তবে এমনটা যদি হত জলেই জ্বলত ওভেন ! কথাটা কিছুদিন আগে পর্যন্ত রূপকথার গল্পের মত ছিল; কিন্তু এবার তা বাস্তবে করে দেখাল চিনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত এন্টারপ্রেনিওর রাজেশ পুরোহিত (#RajeshPurohit)।
তাঁর এই প্রযুক্তি জলকে গ্যাসে পরিণত করবে , নির্গমের পর আবার তা জলেই পরিণত হয়ে যাবে। আগুন বা ধোঁয়ার কোনও ব্যাপার নেই। আর তাপমাত্রা পাওয়া যাবে ২২৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, রান্না করার পাত্রও তাড়াতাড়ি গরম হবে। রাজেশ পুরোহিত এর দাবি ইলেকট্রোলাইসিস প্রযুক্তির সাহায্যে তাঁর হাইড্রোজেন এ টি এম (HydrogenAtm) প্রোডাক্টটি বানানো হয়েছে।
ইলেকট্রোলাইসিস প্রযুক্তিতে হাইড্রোজেন এবং জলের অণুগুলিকে ভেঙ্গে শক্তি উৎপন্ন করা হয়। আর এর ফলে যে তাপ উৎপন্ন হয় তা প্রচলিত ওভেনের থেকে প্রায় ৫ গুন বেশি। পাশাপাশি পুনর্নবীকরণযোগ্য শক্তি হওয়ায় পরিবেশ ও দূষিত হয় না।
জানা গেছে তাঁর এই ওভেন তৈরি করতে প্রায় ৯ বছর সময় লেগেছে। তাঁর এই প্রোডাক্ট এর প্রোজেক্ট সম্পূর্ণ। এখন বাণিজ্যিকভাবে উৎপাদন করা কেবলমাত্র সময়ের অপেক্ষা। মধ্যবিত্তের হেঁশেলে কবে এটি স্থান পায় সেটাই এখন দেখার।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ