মৌপিয়া মাইতিঃ নিজের মনের চিন্তাভাবনা আমরা সবাই প্রিয় মানুষের সাথে শেয়ার করতে চাই। অনেকেরই ইচ্ছে হয় প্রিয় অভিনেতা, গায়ক বা প্রিয় খেলোয়াড় কে নিজের মনের অনুভূতি জানাতে। সেই সুযোগ কালেভদ্রে হয়েও যায়। তবে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের মতামত বা মনের কথা শেয়ার করার সুযোগ খুব কম মানুষেরই হয়। এবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে সমস্ত ভারতবাসীর জন্য সেই সুযোগ এল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ‘মন কি বাত’ অনুষ্ঠান হবে ২৮ আগস্ট , রবিবার সকাল এগারোটায়। যে যদি আপনি চান কোনও একটি বিষয়ে আপনার নিজের বক্তব্য জানানোর আছে বা সেই বিষয়ে প্রধানমন্ত্রী আসন্ন ‘মন কি বাত’ অনুষ্ঠানে কিছু বলুন, তাহলে ২৫ আগস্ট এর মধ্যে আপনাকে তা জানাতে হবে।
কিভাবেই বা পাঠাবেন আপনার মেসেজ ?
মোট ৩ টি উপায়ে আপনি নিজস্ব মতামত পাঠাতে পারেন।
১) ডায়াল করুন টোল ফ্রি নম্বর – ১৮০০-১১-৭৮০০। রেকর্ড করুন আপনার বক্ত্যব্য। আর পাঠিয়ে দিন আপনার মেসেজ। ২) ১৯২২ নম্বরে মিসড কল দিলে আপনার কাছে এস এম এসে লিঙ্ক আসবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার মেসেজ পাঠাতে পারবেন। ৩) সরকারি ওয়েবসাইটে লগ ইন করেও জানাতে পারেন আপনার বক্ত্যব্য।
এমনটা হতেই পারে যে আপনার পাঠানো মেসেজ সরাসরি ‘মন কি বাত’ অনুষ্ঠানে সম্প্রচারিত হল।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ