সন্তু সামন্তঃ কোভিড পরবর্তীকালে সরকারি চাকরির প্রতি মানুষের ঝোঁক বেড়েছে। সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আগের থেকে অনেক বেশি পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করছেন। এবার সেই সমস্ত সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য সুখবর ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসের ভাষণে রাজ্যে ২০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন জোট সরকারের মুখ্যমন্ত্রী।
বিহারের আরজেডি-জেডিইউ জোট সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান, তাঁর সরকার আগামী দিনে ২০ লক্ষ কর্মসংস্থানের উদ্যোগ নেবে। তাঁদের জোট সরকার তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে- এমনটাই পরবর্তীতে টুইট করে জানান রাজ্যের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট বিকেলে বিজেপি-জেডিইউ জোট এর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজভবনে গিয়ে পদত্যাগ করেন। সরকার গঠনের ২ বছরের মধ্যেই ভেঙ্গে যায় জোট সরকার।
২০১৫ সালে আর জে ডির সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় এসেছিলেন নীতীশ কুমার। মাঝে বি জে পির সঙ্গে ঘর বাঁধলেও তাঁর স্থায়িত্ব হয় মাত্র ২ বছর। এবার ২০১৫ সালেরই পুনরাবৃত্তি হল ২০২২ এ। আর নতুন সরকার ক্ষমতায় এসেই রাজ্যের যুবকদের জন্য কর্মসংস্থানের কথা ঘোষণা করায় খুশি চাকরি পরীক্ষার্থীরা। স্বাধীনতা দিবসের দিনে গান্ধী ময়দান থেকে করা মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নের অপেক্ষায় আপামর চাকরি প্রার্থী।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ