সুদীপ ঘোষঃ সিন্ধু জয় করে আবার দেশের মুখ উজ্জ্বল করলেন আরও এক বঙ্গ তনয়া। বাংলার তহরিনা নাসরিন (Tahrina Nasrin) স্পেনের জিব্রাল্টার প্রণালী (Gibraltar channel) জয় করে দেশের পতাকা উড়ালেন বিদেশের বুকে।
করোনা মহামারী পরবর্তী ভিসা সমস্যা কাটিয়ে গত ৯ই আগস্ট স্পেনের জিব্রাল্টার প্রণালী জয়ের উদ্দেশ্যে উড়ে যান হাওড়ার উলুবেড়িয়ার নিমদিঘির মেয়ে তহরিনা নাসরিন।
বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে আটটায় তিনি জয় করেন জিব্রাল্টার প্রণালী এবং দেশের ৭৫ স্বাধীনতা দিবসে বিদেশের মাটিতে উড়ালেন গর্বের জাতীয় পতাকা। নিজেই তার সিন্ধুজয়ের খবর নিজের টুইটারে প্রকাশ করেন। এর আগে ২০১৫ সালে ইংলিশ চ্যানেল জয় ও ২০১৮ সালে বাংলা চ্যানেল জয় ছাড়াও একাধিক দেশে- বিদেশের সাঁতার প্রতিযোগিতায় সেরার কীর্তি আছে তার ঝুলিতে।
কালনার সায়নী দাস ও হাওড়ার তহরিনা নাসরিন এই দুই বাংলার মেয়ে মাসাদুর রহমান বৈদ্য পরবর্তী সময়ে একের পর এক সিন্ধুজয় করে দেশের পতাকা বয়ে নিয়ে যাচ্ছেন। তার এই জিব্রালটার প্রণালী জয়ের খবরে উৎসব শুরু হয়েছে হাওড়ায় তার বাড়িতে। মিষ্টি, বাজি ও বাজনা নিজে শুরু হয়েছে আনন্দ উৎসবে মেতেছে তার পাড়াপড়শী ও আত্মীয় পরিজনরা। তার এই কীর্তিতে একের পর এক শুভেচ্ছা বার্তায় ভেসে উঠছে রাজ্য ও দেশের নেটিজনদের সোশ্যাল মিডিয়া ওয়াল।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ