সন্তু সামন্তঃ গভীর সমুদ্রে গবেষণা ও সমীক্ষার জন্য কেন্দ্রের তরফে নেওয়া হল সমুদ্রায়ন মিশন। ভূ-বিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং রাজ্যসভায় এক লিখিত বিবৃতি করে এই কথা জানিয়েছেন।
সমুদ্রের ৬০০০ মিটার গভীরে কি রয়েছে তার সন্ধান করার জন্য তৈরি করা হচ্ছে একটি বিশেষ যান। নাম “MATSYA 6000”।
কেন্দ্রের ভূ-বিজ্ঞান মন্ত্রকের তত্ত্বাবধানে “MATSYA 6000” প্রকল্পের দায়িত্বে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি, ইসরো এবং আই আই টি মাদ্রাজ।
অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমুদ্রের গভীরে চালানো হবে খনন কাজ। স্বয়ংক্রিয় এই যন্ত্র তিনজন মানুষকে জলের ৬০০০ মিটার গভীরে নিয়ে যেতে পারবে। জলের তলায় ১২ ঘণ্টা একটানা কাজ করার ক্ষমতা রয়েছে এই যন্ত্রের। আর আপৎকালীন পরিস্থিতিতে ৯৬ ঘণ্টা জলের নীচে থাকতে পারবে।
এর আগে রাশিয়া, জাপান, আমেরিকা, চিন ও ফ্রান্স এই ধরনের অভিযান বা বলা যেতে পারে গবেষণা চালিয়েছে। ভারত এই অভিযানে সফল হলে ভারতও এই এলিট তালিকায় নাম লেখাবে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ