ওয়েব ডেস্কঃ চলন্ত ট্রেনে ওঠানামা করতে গিয়ে অনেকেই বিপদে পরেন। এই ধরনের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে যাত্রীদের সাবধান ও সতর্ক করা হয় রেল মন্ত্রকের পক্ষ থেকে। বাঁকুড়া (Bankura Station) ষ্টেশনে ঘটে যাওয়া এমনই একটি ঘটনার সি সি টি ভি ফুটেজ কিছুক্ষণ আগেই প্রকাশ করা হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ কয়েক হাজার শূন্যপদে মোট ১০ টি সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ
সি সি টি ভি ফুটেজ এ দেখা যাচ্ছে একটি দূরপাল্লার ট্রেন সবে স্টেশন ছেড়ে চলতে শুরু করেছে। আর চলন্ত ট্রেনে ২ জন যাত্রী ওঠার চেষ্টা করছেন। দূর থেকে এক আর পি এফ (RPF) এই ঘটনা দেখে ছুটে যান। তিনি অনুমান করেছিলেন হয়ত বিপদ হতে পারে। আর হলও তাই। ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে দুজনেই পড়ে যান। তবে ওই আর পি এফ স্টাফের তৎপরতায় এ যাত্রায় প্রাণে বাঁচলেন মা ও ছেলে।
চলন্ত ট্রেনে ওঠানামা করা এমনিতেই বারণ রয়েছে। তাও ট্রেন চলতে শুরু করার পরও অনেকেই দৌড়ে ট্রেন এ ওঠেন। আর একটু ভুল হলে মাশুল দিতে হয় জীবনভর। লোকাল ট্রেনের ক্ষেত্রে পরের ট্রেনে উঠে গন্তব্যস্থলে যাওয়ার সুযোগ থাকে কিন্তু দূরপাল্লার ট্রেন মিস করলে বেশিরভাগ ক্ষেত্রেই গন্তব্যস্থলে যাওয়া বাতিল করা ছাড়া আর কোনও উপায় থাকে না। তাই শেষ মুহূর্তে এসে অনেকেই তাড়াহুড়ো করে ট্রেন এ ওঠেন। আর বিপত্তি হয় তাতেই।
আরও পড়ুনঃ সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
তাই ট্রেন এর সময়ের আগেই ষ্টেশনে পৌঁছে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ একটু ভুল আপনাকে বিপদের মধ্যে ফেলতে পারে। মনে রাখা দরকার বাড়িতে আপনার জন্যও আপনার পরিবার অপেক্ষা করছে। এই ঘটনা টুইট করে রেলমন্ত্রকের পক্ষ থেকেও চলন্ত ট্রেনে ওঠানামা করতে বারণ করা হয়েছে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ