সুদীপ ঘোষঃ চাষীর ঘরে এল সোনার আলো। আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সোনার পদক জিতে ঘরে ফিরলেন নেহা (Neha Bag)। হুগলির সিঙ্গুরের (Singur,Hooghly) একজন সাধারণ কৃষকের মেয়ে নেহা বাগ, সোনা জিতে চমকে দিয়েছে গোটা দেশকে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় (InternationalYogaCompetition) সোনা এবং রূপো সহ মোট ৪টি পদক জিতে সবাইকে চমকে দিয়েছেন। আর্টিস্টিক যোগা, রিদিমিক যোগা, ট্র্যাডিশনাল যোগা এবং আর্টিস্টিক কাপেল বিভাগে সফল হয়েছেন এডুকেশন অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী নেহা।
প্রতিযোগিতা শেষে দেশে ফিরে কলকাতা হয়ে ট্রেনে বাড়ি ফিরেন সোনা জয়ী নেহা। হুগলির কামারকুন্ডু থেকে বর্ণাঢ্য সভা যাত্রা করে সিঙ্গুরের বেড়াবেড়িয়া গ্রামের নিজের বাড়িতে নেহা কে নিয়ে আসেন স্থানীয় মানুষজন। এলাকায় শুরু হয় বিজয় উৎসব । সোনার মেয়েকে সামনে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে আত্মীয় পরিজন ও পাড়াপড়শীরা।
সাধারণ কৃষক পরিবার থেকে দেশের হয়ে সোনা জিতার পথ যথেষ্ট কঠিন ছিল তার। মাত্র ৪বছর বয়সে যোগাতে হাতে খড়ি তার। কৃষক পরিবারের অভাব অনটনকে সঙ্গে নিয়েই নিজের পড়াশুনার পাশাপাশি যোগা প্রশিক্ষণ চালিয়ে যান নেহা। প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে কোন্ননগরের বিশিষ্ট যোগা প্রশিক্ষকের গৌরাঙ্গ সরকারের কাছে ১৬ বছর ধরে প্রশিক্ষণ গ্রহণ করেন হুগলির নরসিংহ কলেজের ছাত্রী। প্রথমবারের সুযোগেই আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেয়ে এবার তার লক্ষ্য ২০২৩ শে দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলা ওয়ালর্ড যোগা চ্যাম্পিয়নশিপ। তার এই সাফল্যে কদিন ধরেই বাংলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা আসতে শুরু করে । এতো মানুষের ভালোবাসা ও অভিনন্দন পেয়ে নিজেও খুশি বাংলার নেহা বাগ।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ