সুদীপ ঘোষঃ নিরাপত্তা জোরদার করতে এবার রাজ্যের সচিবালয় নবান্নে (Nabanna) বসতে চলেছে স্মার্ট গেট । মেট্রো রেলের মতো কুপন বা স্মার্ট কার্ডের স্মার্ট গেট বসতে চলেছে নবান্নের মূল ফটকে।
রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক অফিসে মন্ত্রী, আমলা ও কর্মীদের ১০০% নিরাপত্তা সুনিশ্চিত করতে এই ব্যবস্থা। নবান্নের প্রতিটি কর্মীকে এবার থেকে কুপন বা বিশেষ কার্ড দিয়ে স্মার্ট গেটের মধ্যে দিয়ে ঢুকতে হবে । নবান্নের বর্তমান মেন গেটের পিছনে গ্রাউন্ড ফ্লোরে জোর কদমে কাজ চলছে। রাজ্যের পি ডাব্লিউ ডি ও তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে এই বিশেষ আধুনিক গেটের কাজ চলছে।
কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লুকিয়ে থাকা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়। অনেকেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন । সেই উদ্দ্যেশ্যই মেট্রো রেলের মতো স্মার্ট আধুনিক গেট বসছে ১৪ তলার নতুন প্রশাসনিক বাড়ীতে। এই সিদ্ধান্তে মন্ত্রীদের সাথে সাথে কর্মীদের নিরাপত্তার দিকটিও সুরক্ষিত হবে। সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন নবান্নের একাধিক কর্মী সংগঠন গুলি।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ