সন্তু সামন্তঃ বিদেশে থাকাকালীন মাঙ্কিপক্সে (Monkey pox) আক্রান্ত হওয়া এক যুবকের মৃত্যু (Death) নিয়ে দানা বাঁধছে রহস্য। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে থাকাকালীন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন। তবে ভারতে ফেরার পর তাঁর মৃত্যু মাঙ্কিপক্সেই কিনা সেই ব্যাপারে এখনও কোনও তথ্য সামনে আসেনি। জানা গেছে তাঁর দেহ থেকে সংগ্রহ করা রস পাঠানো হয়েছে ন্যাশানাল ইন্সটিটিউট অফ ভাইরলজিতে।
সূত্রের খবর, কেরালার (Kerala) ২২ বছরের এক যুবক সংযুক্ত আরব আমিরশাহিতে থাকাকালীন মাঙ্কিপক্সে আক্রান্ত হন। ২২ জুলাই ভারতে ফেরার পর তিনি পরিবারের সঙ্গেই ছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গত ২৭ জুলাই। যেহেতু তিনি বিদেশ থেকে ফিরেছিলেন তাই হাসপাতালে তাঁকে আলাদা ওয়ার্ডেই রাখা হয়েছিল। তবে ভারতে ফেরার পর তাঁর মৃত্যু মাঙ্কিপক্সের কারণেই হয়েছে কিনা এ ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মাঙ্কিপক্স নিয়ে গাইডলাইন (MonkeyPox Guideline by govt.) প্রকাশ করেছে কেন্দ্র সরকার। সরকারি গাইডলাইন অনুযায়ী, সরাসরি শারীরিক স্পর্শে বা শারীরিক তরলের মাধ্যমে বা ক্ষত স্থানের নির্যাস দ্বারা এই রোগ ছড়াতে পারে। এমনকি যৌন সংস্পর্শের মাধ্যমেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই মাঙ্কিপক্সের ভ্যাকসিন তৈরির জন্য অভিজ্ঞ ভ্যাকসিন প্রস্তুতকারক এবং ডায়াগনস্টিক কিট তৈরির নির্মাতাদের থেকে আগ্রহপত্র ডেকেছে কেন্দ্র সরকার। জানা গেছে, ভ্যাকসিন তৈরির স্ট্রেন সরবরাহ করবে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেলে খুব তাড়াতাড়িই ভ্যাকসিন তৈরি শুরু করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
এ পর্যন্ত ভারতে ৩ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। কেরলের যুবকের মৃত্যুতে সিদুরে মেঘ দেখছেন দেশবাসী। তাহলে কি মাঙ্কিপক্স ও কিছুদিন পর মহামারীর আকার নেবে ? গাইডলাইন মেনে চললে করোনা মহামারীর মত মাঙ্কিপক্সের সংক্রমণ মারাত্মক হওয়ার সম্ভাবনা কম, এমনটাই মত বিশেষজ্ঞদের। তবে কত তাড়াতাড়ি ভ্যাকসিন বাজারে আসে সেদিকেই তাকিয়ে আপামর জনতা।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ