সুদীপ ঘোষঃ প্রশিক্ষণের সময় দুর্ঘটনার মুখে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান। গতকাল রাত ৯:১০ মিনিটে রাজস্থানের উতরলাই বায়ু সেনার ঘাঁটি থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড়ে মিগ-২১ (IAF Mig-21) যুদ্ধ বিমান।
দুই পাইলট সহ এই বিমান উড়ানের কিছু সময় পর রাজস্থানের বার্মার জেলার নিকট দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনা স্থলেই প্রাণ হারান ভারতীয় বায়ু সেনার দুই পাইলট। ঘটনা স্থলে যান রাজস্থানের পুলিশ আধিকারিকরা কিন্তু দুর্ঘটনার পরই আগুন লেগে যায় ঘটনা স্থলে।
পরে এই স্থানে যান বায়ু সেনার উচ্চ পদস্থ আধিকারিকরা। প্রাথমিক ভাবে যান্ত্রিক গোলযোগের অনুমান করা হলেও সঠিক কারণ জানার উদ্দেশ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি । এই ঘটনার পর দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ